মা হওয়ার পর নুসরাতের আজ প্রথম ইনস্টা ( Insta ) পোস্ট

মা হওয়ার পর নুসরাতের আজ প্রথম ইনস্টা ( Insta ) পোস্ট

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Insta
মা হওয়ার পর নুসরাতের আজ প্রথম ইনস্টা ( Insta ) পোস্ট
ছবি সংগ্রহে সাইন টিভি

 

মা হওয়ার পর নুসরাতের আজ প্রথম ইনস্টা ( Insta ) পোস্ট। সোমবার ছেলে ঈশানকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন নুসরাত জাহান। বাড়ি ফিরেই এক দিনের মাথায় অর্থাৎ মঙ্গলবার ইনস্টাগ্রামে ( Insta ) একটি পোস্ট করলেন নুসরত। মা হওয়ার পর এই প্রথম নিজের ছবি দিলেন সাংসদ-তারকা।

 

খোলা চুল, সাদা হাতাকাটা জামায় দেখা যাচ্ছে নুসরাতকে। ক্যামেরার দিকে চোখ নেই তার। ইচ্ছে করেই যেন লেন্সের দিকে তাকাতে চাইছেন না তিনি।

 

আর ও পড়ুন    ২০০ কোটি টাকার অর্থপাচার মামলায় জেরা করা হলো জ্যাকুলিন ( Jacqueline ) ফার্নান্দেজকে

 

সম্ভবত পুরনো একটি ফটোশুটের ( Insta ) ছবি দিয়েছেন নুসরাত। সঙ্গে লিখেছেন, ‘পর্দার পিছনের দৃশ্য।’  গত সোমবার পার্ক স্ট্রিটের হাসপাতাল থেকে ছেলেকে নিয়ে বাড়ি ফিরেছেন নুসরাত। সঙ্গে ছিলেন যশ দাশগুপ্ত। হাসপাতাল থেকে বেরিয়ে আসার সময় যশের কোলেই ছিল নবজাতক।

 

 

View this post on Instagram

 

A post shared by Nusrat (@nusratchirps)

 

গাড়িতে উঠে তাকে নুসরাতের কোলে দিয়ে স্টিয়ারিং ধরেন যশ। রওনা দেন বাড়ির উদ্দেশে। ছেলেকে নিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন নুসরাত। তার সঙ্গী হলেন যশ।

 

উল্লেখ্য,বাড়ি ফিরেই এক দিনের মাথায় অর্থাৎ মঙ্গলবার ইনস্টাগ্রামে ( Insta ) একটি পোস্ট করলেন নুসরত। মা হওয়ার পর এই প্রথম নিজের ছবি দিলেন সাংসদ-তারকা। খোলা চুল, সাদা হাতাকাটা জামায় দেখা যাচ্ছে নুসরাতকে। ক্যামেরার দিকে চোখ নেই তার। ইচ্ছে করেই যেন লেন্সের দিকে তাকাতে চাইছেন না তিনি।ম্ভবত পুরনো একটি ফটোশুটের ( Insta ) ছবি দিয়েছেন নুসরাত। সঙ্গে লিখেছেন, ‘পর্দার পিছনের দৃশ্য।’  গত সোমবার পার্ক স্ট্রিটের হাসপাতাল থেকে ছেলেকে নিয়ে বাড়ি ফিরেছেন নুসরাত। সঙ্গে ছিলেন যশ দাশগুপ্ত। হাসপাতাল থেকে বেরিয়ে আসার সময় যশের কোলেই ছিল নবজাতক।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top