সুপ্রিম কোর্টের  বিচারপতি হিসেবে শপথ নিলেন ন’জন বিচারপতি ( Justice )

সুপ্রিম কোর্টের  বিচারপতি হিসেবে শপথ নিলেন ন’জন বিচারপতি ( Justice )

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Justice
সুপ্রিম কোর্টের  বিচারপতি হিসেবে শপথ নিলেন ন'জন বিচারপতি ( Justice )
ছবি সংগ্রহে সাইন টিভি

 

সুপ্রিম কোর্টের   বিচারপতি হিসেবে শপথ নিলেন ন’জন বিচারপতি ( Justice ) । যাঁদের মধ্যে রয়েছে তিন জন  মহিলা। দেশের ইতিহাসে এই প্রথম একসঙ্গে এতজন বিচারপতি ( Justice ) শপথ গ্রহণ করলেন। তাঁদের শপথ বাক্য পাঠ করলেন দেশের প্রধান বিচারপতি ( Justice ) এনভি রামানা।

 

অনুষ্ঠানটি হয় সুপ্রিম কোর্টের অ্যাডিশনাল বিল্ডিং কমপ্লেক্সের অডিটোরিয়ামে। যে ন’জন এদিন শপথ নিলেন তাঁরা হলেন, বিচারপতি অভয় শ্রীনিবাস ওকা, যিনি কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি ( Justice ) ছিলেন। বিচারপতি বিক্রম নাথ, গুজরাট হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন। সিকিম হাইকোর্টের প্রধান বিচারপতি জিতেন্দ্র কুমার মহেশ্বরী। বিচারপতি হিমা কোহলি, যিনি তেলেঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন। বিচারপতি বিভি নাগরত্ন, কর্ণাটক হাইকোর্টের বিচারপতি ছিলেন।

 

আর ও পড়ুন    মা হওয়ার পর নুসরাতের আজ প্রথম ইনস্টা ( Insta ) পোস্ট

 

সিকিম হাইকোর্টের প্রধান কেরল হাইকোর্টের বিচারপতি সিটি রবি কুমার। মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি এম এম সুন্দরেশ। বিচারপতি বেলা ত্রিবেদী, যিনি গুজরাত হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন। অন্যদিকে, সিনিয়র অ্যাডভোকেট পিএস নরসিংহকে শীর্ষ আদালতের বেঞ্চে সরাসরি নিয়োগের জন্য বাছাই করেছে কলেজিয়াম।

 

তাঁদের শপথগ্রহণের পরে দেশের প্রধান বিচারপতি-সহ শীর্ষ আদালতের মোট বিচারপতির সংখ্যা হল ৩৩।  শপথ নেওয়া বিভি নাগরত্ন ২০২৭ সালে দেশের প্রথম মহিলা বিচারপতি হতে পারেন বলে সম্ভাবনা রয়েছে।  তিনি ২০২৭ সালের ২৫ সেপ্টেম্বর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ওই পদে অধিষ্ঠিত হবেন।

 

উল্লেখ্য,সুপ্রিম কোর্টের   বিচারপতি হিসেবে শপথ নিলেন ন’জন বিচারপতি ( Justice ) । যাঁদের মধ্যে রয়েছে তিন জন  মহিলা। দেশের ইতিহাসে এই প্রথম একসঙ্গে এতজন বিচারপতি ( Justice ) শপথ গ্রহণ করলেন। তাঁদের শপথ বাক্য পাঠ করলেন দেশের প্রধান বিচারপতি ( Justice ) এনভি রামানা।অনুষ্ঠানটি হয় সুপ্রিম কোর্টের অ্যাডিশনাল বিল্ডিং কমপ্লেক্সের অডিটোরিয়ামে।

যে ন’জন এদিন শপথ নিলেন তাঁরা হলেন, বিচারপতি অভয় শ্রীনিবাস ওকা, যিনি কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি ( Justice ) ছিলেন। বিচারপতি বিক্রম নাথ, গুজরাট হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন। সিকিম হাইকোর্টের প্রধান বিচারপতি জিতেন্দ্র কুমার মহেশ্বরী। বিচারপতি হিমা কোহলি, যিনি তেলেঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন। বিচারপতি বিভি নাগরত্ন, কর্ণাটক হাইকোর্টের বিচারপতি ছিলেন।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top