শাহরুখ পুত্রের মাদক মামলায় বিস্ফোরক মন্তব্য করলেন মহারাষ্ট্রের মন্ত্রী

শাহরুখ পুত্রের মাদক মামলায় বিস্ফোরক মন্তব্য করলেন মহারাষ্ট্রের মন্ত্রী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
মাদক

শাহরুখ পুত্রের মাদক মামলায় বিস্ফোরক মন্তব্য করলেন মহারাষ্ট্রের মন্ত্রী। মাদক মামলার অভিযোগে তাঁদের জেল হেফাজত হয়। বর্তমানে জেলে রয়েছেন আরিয়ান। বিশেষ আদালতে তাঁর জামিনের মামলা মকুবের পর হাইকোর্টে যায় এই মামলা। এখনও মাদক মামলায় জামিন পাননি শাহরুখ-পুত্র আরিয়ান খান৷ তবে চেষ্টা চলতে সবভাবেই। এর মধ্যেই শাহরুখ পুত্রের মাদক মামলায় বিস্ফোরক মন্তব্য করলেন মহারাষ্ট্রের মন্ত্রী ছাগন ভুজবল।

 

শনিবার বিজেপিকে একহাত নিয়ে তিনি দাবি করেন, ”ড্রাগ চোখের নিমেষে সুগার পাউডার” হয়ে যাবে যদি কিং খান এই মুহুর্তে পদ্মশিবিরে যোগ দেন। বর্ষীয়ান NCP নেতা এদিন অভিযোগের সুরে বলেন, গুজরাতের মুন্দ্রা পোর্টে ৩ হাজার কেজি হেরোইন বাজেয়াপ্ত করার বিষয়ে নজর না দিয়ে শাহরুখ পুত্রের ঘটনায় বেশি উৎসাহী এনসিবি। এদিন মহারাষ্ট্রের বীড জেলার এক জনসভায় ভুজবল বলেন, ”যদি শাহরুখ খান বিজেপিতে যোগ দেন তাহলে সঙ্গে সঙ্গে ড্রাগস, সুগার পাউডার হয়ে যাবে।”

 

উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই মুম্বইয়ের প্রমোদতরীতে হানা দিয়ে আরিয়ান সহ ২০ জনকে আটক করে এনসিবি। মাদক মামলার অভিযোগে তাঁদের জেল হেফাজত হয়। বর্তমানে জেলে রয়েছেন আরিয়ান। জেরায় তিনি স্বীকারও করেছেন পার্টিতে মাদক নেওয়ার কথা। আরিয়ানের মোবাইল ফোন বাজেয়াপ্ত করে নজরে রাখা হচ্ছে তাঁর হোয়াটসঅ্যাপ চ‍্যাট। শনিবার রাতে মাঝ সমুদ্রে একটি ক্রুজে চলছিল রেভ পার্টি।

 

আর ও পড়ুন    বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জে সিপিএম বিজেপিতে বড় ভাঙ্গন

 

সেখানেই উপস্থিত ছিলেন শাহরুখের বড় ছেলে আরিয়ান। সম্প্রতি ২৩ এ পা দিয়েছেন তিনি। নারকোটিকস কন্ট্রোল ব‍্যুরোর আধিকারিকদের কাছে আগে থেকেই খবর ছিল এই রেভ পার্টির। সেই মতোই ব‍্যবস্থা নিয়েছিলেন তিনি। রীতিমতো ফিল্মি কায়দায় চলে গোটা অপারেশন।সাধারন যাত্রীর বেশ ধরেই ক্রুজে চাপেন গোয়েন্দারা। পার্টি চালু হতেই আসল রূপে আসেন তাঁরা।

 

উল্লেখ্য, শাহরুখ পুত্রের মাদক মামলায় বিস্ফোরক মন্তব্য করলেন মহারাষ্ট্রের মন্ত্রী। মাদক মামলার অভিযোগে তাঁদের জেল হেফাজত হয়। বর্তমানে জেলে রয়েছেন আরিয়ান। বিশেষ আদালতে তাঁর জামিনের মামলা মকুবের পর হাইকোর্টে যায় এই মামলা। এখনও মাদক মামলায় জামিন পাননি শাহরুখ-পুত্র আরিয়ান খান৷ তবে চেষ্টা চলতে সবভাবেই। এর মধ্যেই শাহরুখ পুত্রের মাদক মামলায় বিস্ফোরক মন্তব্য করলেন মহারাষ্ট্রের মন্ত্রী ছাগন ভুজবল। শনিবার বিজেপিকে একহাত নিয়ে তিনি দাবি করেন, ”ড্রাগ চোখের নিমেষে সুগার পাউডার” হয়ে যাবে যদি কিং খান এই মুহুর্তে পদ্মশিবিরে যোগ দেন।

 

বর্ষীয়ান NCP নেতা এদিন অভিযোগের সুরে বলেন, গুজরাতের মুন্দ্রা পোর্টে ৩ হাজার কেজি হেরোইন বাজেয়াপ্ত করার বিষয়ে নজর না দিয়ে শাহরুখ পুত্রের ঘটনায় বেশি উৎসাহী এনসিবি। এদিন মহারাষ্ট্রের বীড জেলার এক জনসভায় ভুজবল বলেন, ”যদি শাহরুখ খান বিজেপিতে যোগ দেন তাহলে সঙ্গে সঙ্গে ড্রাগস, সুগার পাউডার হয়ে যাবে।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top