নকল ফেনসিডিল তৈরির কারখানার হদিস, গ্রেপ্তার এক

নকল ফেনসিডিল তৈরির কারখানার হদিস, গ্রেপ্তার এক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
হদিস

নকল ফেনসিডিল তৈরির কারখানার হদিস, গ্রেপ্তার এক। পুলিশ ও বিএসএফের যৌথ অভিযানের নকল নকল ফেনসিডিল তৈরির কারখানা হদিস সিল হলো,  গ্রেপ্তার এক। উত্তর ২৪ পরগনা জেলার   বসিহাট মহাকুমার বসিরহাট থানা গোয়ালপাড়া ৮৫, নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বসিরহাট থানার আইসি সুরিন্দর সিং এর নেতৃত্বে যৌথভাবে আজ ভোর রাতের অন্ধকারে দন্ডির হাট এলাকায় একটি ফেনসিডিল তৈরি নকুল কারখানা হদিশ পেল।

 

হাতেনাতে গ্রেপ্তার করে একজনকে কারখানাটি সিল করে দেওয়া হয়েছে। ৩২ব্যারেল প্রায় ১,০০০ লিটার ফেনসিডিল উদ্ধার। সেই সঙ্গে বিভিন্ন যন্ত্রাংশ নকল সিল প্যাক বোতল সহ প্রচুর কাঁচামাল উদ্ধার। যার বাজারমূল্য কয়েক লক্ষ টাকা।

 

আর ও পড়ুন     জঙ্গল রাজ চলছে ত্রিপুরায়, বললেন অভিষেক

 

দীর্ঘদিন ধরে এই কারখানায় গোপন ডেরায় নকল তরল মাদক তৈরি করার কাজ চলছিল এখান থেকে ফেনসিডিল সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যেত বলে প্রাথমিক অনুমান সীমান্তরক্ষী বাহিনীর। ধৃত পাচারকারী ও নকল ব্যবসায়ীকে বারাসাত আদালতে তোলা হবে।

 

উল্লেখ্য, নকল ফেনসিডিল তৈরির কারখানা হদিস, গ্রেপ্তার এক। পুলিশ ও বিএসএফের যৌথ অভিযানের নকল নকল ফেনসিডিল তৈরির কারখানা হদিস সিল হলো,  গ্রেপ্তার এক। উত্তর ২৪ পরগনা জেলার   বসিহাট মহাকুমার বসিরহাট থানা গোয়ালপাড়া ৮৫, নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বসিরহাট থানার আইসি সুরিন্দর সিং এর নেতৃত্বে যৌথভাবে আজ ভোর রাতের অন্ধকারে দন্ডির হাট এলাকায় একটি ফেনসিডিল তৈরি নকুল কারখানা হদিশ পেল। হাতেনাতে গ্রেপ্তার করে একজনকে কারখানাটি সিল করে দেওয়া হয়েছে।

 

৩২ব্যারেল প্রায় ১,০০০ লিটার ফেনসিডিল উদ্ধার। সেই সঙ্গে বিভিন্ন যন্ত্রাংশ নকল সিল প্যাক বোতল সহ প্রচুর কাঁচামাল উদ্ধার। যার বাজারমূল্য কয়েক লক্ষ টাকা। দীর্ঘদিন ধরে এই কারখানায় গোপন ডেরায় নকল তরল মাদক তৈরি করার কাজ চলছিল এখান থেকে ফেনসিডিল সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যেত বলে প্রাথমিক অনুমান সীমান্তরক্ষী বাহিনীর। ধৃত পাচারকারী ও নকল ব্যবসায়ীকে বারাসাত আদালতে তোলা হবে। উত্তর ২৪ পরগনা জেলার   বসিহাট মহাকুমার বসিরহাট থানা গোয়ালপাড়া ৮৫, নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বসিরহাট থানার আইসি সুরিন্দর সিং এর নেতৃত্বে যৌথভাবে আজ ভোর রাতের অন্ধকারে দন্ডির হাট এলাকায় একটি ফেনসিডিল তৈরি নকুল কারখানা হদিশ পেল।

 

হাতেনাতে গ্রেপ্তার করে একজনকে কারখানাটি সিল করে দেওয়া হয়েছে।দীর্ঘদিন ধরে এই কারখানায় গোপন ডেরায় নকল তরল মাদক তৈরি করার কাজ চলছিল এখান থেকে ফেনসিডিল সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যেত বলে প্রাথমিক অনুমান সীমান্তরক্ষী বাহিনীর। ধৃত পাচারকারী ও নকল ব্যবসায়ীকে বারাসাত আদালতে তোলা হবে।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top