প্রেমিকা রুক্মিণী সম্পর্কে কি বললেন অভিনেতা সাংসদ দেব? জানুন । টলিউড অভিনেতা, প্রযোজক ও সাংসদ দেব ও রুক্মিণীর প্রেমের সম্পর্ক সবারই জানা। রোমান্টিক এই জুটি কবে সাত পাকে বাঁধা পড়বেন, এ নিয়ে অনেকদিন ধরেই কথা চলছিলো টলি পাড়ায়। এবার বিয়ের বিষয় নিয়ে সরাসরি কথা বলেন নায়ক দেব। দেব জানান, যে হারে বিয়ে ভাঙছে, তাতে বিয়ে করার চেয়ে ভালো থাকাটাই বেশি জরুরি। এরপর তিনি বলেন, ‘বিয়ে তো যে কোনও দিন করতেই পারি। অনুষ্ঠানে কাছের মানুষদের ডেকে খাওয়াবও। এত ধুমধামের সেই বিয়ে যদি ১০ দিনও না টেকে? তখন?’
অভিনেতা দেব কি তাহলে ‘সম্পর্কের নিরাপত্তাহীনতায়’ ভুগছেন? সেটাও এক কথায় নাকচ করেছেন অভিনেতা। তার ভাষ্যমতে, তিনি বিবাহ নামক প্রতিষ্ঠানে বিশ্বাসী। কিন্তু এক্ষুণি বিয়ের পিঁড়িতে বসতে মানসিক ভাবে প্রস্তুত নন। কার, তার কাঁধে প্রচুর দায়িত্ব। সামনে প্রচুর কাজ। একই সঙ্গে, ‘তার বান্ধবী রুক্মিণী মৈত্র’, এই তকমাতেও সিলমোহর দিয়েছেন দেব। বলেছেন, ‘রুক্মিণী সবে বলিউডে কাজ করতে শুরু করেছে। পাশাপাশি, বাংলাতেও কাজ করছে। আমি ওর চলার পথে বাধা হয়ে দাঁড়াতে চাই না।’
উল্লেখ্য, অভিনেতা, প্রযোজক ও সাংসদ দেব ও রুক্মিণীর প্রেমের সম্পর্ক সবারই জানা। রোমান্টিক এই জুটি কবে সাত পাকে বাঁধা পড়বেন, এ নিয়ে অনেকদিন ধরেই কথা চলছিলো টলি পাড়ায়। এবার বিয়ের বিষয় নিয়ে সরাসরি কথা বলেন নায়ক দেব। দেব জানান, যে হারে বিয়ে ভাঙছে, তাতে বিয়ে করার চেয়ে ভালো থাকাটাই বেশি জরুরি। এরপর তিনি বলেন, ‘বিয়ে তো যে কোনও দিন করতেই পারি। অনুষ্ঠানে কাছের মানুষদের ডেকে খাওয়াবও। এত ধুমধামের সেই বিয়ে যদি ১০ দিনও না টেকে? তখন?’
আর ও পড়ুন ঐতিহ্যবাহী আমডাঙা করুণাময়ী কালী মন্দিরে দুঃসাহসিক চুরি
অভিনেতা দেব কি তাহলে ‘সম্পর্কের নিরাপত্তাহীনতায়’ ভুগছেন? সেটাও এক কথায় নাকচ করেছেন অভিনেতা। তার ভাষ্যমতে, তিনি বিবাহ নামক প্রতিষ্ঠানে বিশ্বাসী। কিন্তু এক্ষুণি বিয়ের পিঁড়িতে বসতে মানসিক ভাবে প্রস্তুত নন। কার, তার কাঁধে প্রচুর দায়িত্ব। সামনে প্রচুর কাজ।
তার বান্ধবী রুক্মিণী মৈত্র’ সবে বলিউডে কাজ করতে শুরু করেছে। পাশাপাশি, বাংলাতেও কাজ করছে। দেব বলেন, আমি ওর চলার পথে বাধা হয়ে দাঁড়াতে চাই না।’ এখানেই প্রশ্ন উঠেছে, দেব কি তাহলে ‘সম্পর্কের নিরাপত্তাহীনতায়’ ভুগছেন? সেটাও এক কথায় নাকচ করেছেন অভিনেতা। তার ভাষ্যমতে, তিনি বিবাহ নামক প্রতিষ্ঠানে বিশ্বাসী। কিন্তু এক্ষুণি বিয়ের পিঁড়িতে বসতে মানসিক ভাবে প্রস্তুত নন। কার, তার কাঁধে প্রচুর দায়িত্ব। সামনে প্রচুর কাজ। একই সঙ্গে, ‘তার বান্ধবী রুক্মিণী মৈত্র’, এই তকমাতেও সিলমোহর দিয়েছেন দেব। বলেছেন, ‘রুক্মিণী সবে বলিউডে কাজ করতে শুরু করেছে। পাশাপাশি, বাংলাতেও কাজ করছে। আমি ওর চলার পথে বাধা হয়ে দাঁড়াতে চাই না।’