Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 129
Rough sex is the first choice of very beautiful women

অতি সুন্দরী মহিলাদেরই প্রথম পছন্দ রাফ সেক্স

অতি সুন্দরী মহিলাদেরই প্রথম পছন্দ রাফ সেক্স

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
মহিলাদেরই

অতি সুন্দরী মহিলাদেরই প্রথম পছন্দ রাফ সেক্স, কেন জানেন?।  যৌন আচরণে একটু বল প্রয়োগের ব্যাপারটি নিয়ে কথা বলা যাক। ধরুন, হুট করে প্রেমিকাকে কাছে টেনে নিয়ে আগ্রাসী চুমু খেলেন, বা জোর করে জাপটে ধরে আদর করা শুরু করলেন। অনেক মহিলাই মুখে না না বললেও আসলে ব্যাপারটি উপভোগ করেন। রাফ সেক্স হচ্ছে অমার্জিত যৌন আচরণ। ব্যাখ্যা করে বললে বলতে হয়, অনেকে যেমন মিষ্টি ও রোমান্টিক যৌন মিলনকে প্রাধান্য দিয়ে থাকেন। তার ঠিক বিপরীতটাই হচ্ছে রাফ সেক্স।

 

একটু উন্মাদনা, নতুন ধরনের কিছু করা, তীব্র উত্তেজনা ও প্রবল যৌন ক্রিয়া, এটাই হচ্ছে রাফ সেক্সের মূল উপজীব্য। রাফ সেক্স আসলে কাউকে শেখানো যায় না, তবে হ্যাঁ কিছু ব্যাপার আছে যেগুলো রাফ সেক্সের অন্তর্ভুক্ত। বিশেষ সে যৌন আচরণগুলোই রাফ সেক্সের অন্তর্ভুক্ত এবং অনেক মহিলাই(বিশেষ করে অতি সুন্দরী মহিলারা) এই সব যৌন আচরণ বিশেষ ভাবে পছন্দ করে। ব্যথা এবং আনন্দ পাশপাশি চলে। তবে কখনওই খুব বেশি ব্যথা দিতে যাবেন না। এতে যৌন উত্তেজনা নষ্ট হয়ে যাবে।

 

রাফ সেক্সের ক্ষেত্রে আস্তে আস্তে বাড়াতে হয় আদরের তীব্রতা। আদরের সময় মহিলার নিতম্বে হালকা চড় মারাটা মিলনের সময় পরিণত হতে পারে জোরে চড় মারায়। বিষয়টি অনেক মহিলাই ভীষণ ভালোবাসেন। লাভ বাইট বা কামড়ে দাগ ফেলে দেওয়ার ব্যাপারটিও রাফ সেক্সে অপরিহার্য। স্পর্শকাতর স্থানগুলিতে হালকা চুম্বন দিয়ে শুরু করুন। আস্তে আস্তে বাড়ান আদরের তীব্রতা। কানের লতি, ঘাড়, স্তন এসব স্থানে পরিমিত কামড় মহিলারা উপভোগ করেন। তাঁর দুটি হাত নিজে ধরে রাখুন, তারপর ইচ্ছেমত আদর করুন। যৌন মিলনের সময়েও এমন করতে পারেন। এটাও নারীরা উপভোগ করেন।

 

আর ও পড়ুন    এই পৌর নির্বাচনে সারা বাংলায় বিপুলভাবে জিতবে বিজেপি, মুকুল রায়

 

সাথে হালকা চুল টেনে দেওয়া, গালে কামড়ে দেওয়া, তাঁকে আপনি প্রবলভাবে কামনা করছেন সেটি বুঝিয়ে দেওয়াও দারুণ উপভোগ্য। ডার্টি টক বা অশ্লীল ভাষায় যৌন মিলনের আনন্দ প্রকাশ করাটাও রাফ সেক্সের অন্যতম উপভোগ্য অংশ। রাফ সেক্সে নারীরা নিয়ন্ত্রিত হতে চান। তিনি একটু ছলাকলা দেখাবেন। পুরুষের কাজটি হচ্ছে সেটি বুঝে নিয়ে যৌন ক্রিয়াকে আনন্দময় করে তোলা। একটা বিষয় মনে রাখবেন, রাফ সেক্স মানে এই নয় যে পরস্পরকে সহন ক্ষমতার বাইরে ব্যথা দেওয়া। সঙ্গী কতটুকু সইতে পারবেন, সেটা মাথায় রাখুন। সেই হিসাবেই ধাপে ধাপে অগ্রসর হন। একবারে খুব বেশি আগ্রাসী হয়ে যাবেন না।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top