প্রমোদতরী ‘কর্ডেলিয়াতে নতুন করে ১৪৩ জন যাত্রীর কোভিড ধরা পড়েছে। মঙ্গলবার গোয়া থেকে মুম্বাই ফিরে প্রমোদতরী ‘কর্ডেলিয়া’। সেই জাহাজের নতুন করে ১৪৩ জন যাত্রীর কোভিড ধরা পড়েছে। ওই জাহাজে হাজার দুয়েক যাত্রী ছিলেন। তার মধ্যে ৬৬ জনের আগেই কোভিড ধরা পড়েছিল। এরপর বাকিদেরও করোনা পরীক্ষা করানো হয়।
বিলাসবহুল প্রমোদতরী ‘কর্ডেলিয়া’। সমুদ্রের মধ্যে আরেক পৃথিবী। রেস্টুরেন্ট, স্যুটস, সুইমিংপুল, শিশুদের জন্য ওয়াটার পার্ক, বাস্কেটবল কোর্ট, আইস-স্কেটিং রিংক, থিয়েটার, আউটডোর অ্যাকোয়াটিক থিয়েটার, ফিটনেস সেন্টারসহ চমৎকার সময় কাটানোর সব উপকরণ নিয়ে অতিথিদের সেবা দেয় জাহাজটি। তবে স্বপ্নের এই তরীতে এবার ঘটেছে বিপত্তি।
সব মিলিয়ে দেখা যাচ্ছে, জাহাজের ২০৯ জন যাত্রী করোনায় আক্রান্ত। এই ক্রুজ লাইনার সাউথ মুম্বাইতে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ নোঙর করে। এরপরই বিএমসি ও পুলিশের টিম এলাকায় গিয়ে আক্রান্তদের নামিয়ে আনা ও অন্যান্যদের পরীক্ষার ব্যবস্থা করেন।
এদিকে, মুম্বাই প্রশাসনের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল ৪১ জন যাত্রীকে কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে। কিছু যাত্রী যারা করোনায় আক্রান্ত হয়েছেন তারা জাহাজেই থেকে গিয়েছেন। মঙ্গলবার রাতে বিএমসির উদ্যোগে ১ হাজার ৮২৭ জনের করোনা পরীক্ষা করানো হয়। রাতে জাহাজটি মুম্বাই এসে পৌঁছায়। যাদের আরটিপিসিআর নেগেটিভ এসেছে তাদেরও সাতদিনের জন্য হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
আর ও পড়ুন ঝাড়খন্ডে বাস ট্রাকের সংঘর্ষে ১৭ জন নিহত, আহত ২৬
সিপিং এজেন্সির এক আধিকারিক আগেই জানিয়েছিলেন, গোয়া থেকে আগেই ওই প্রমোদতরীকে মুম্বাইতে ফেরত পাঠানো হয়েছিল। কারণ একাধিক আক্রান্ত ব্যক্তি গোয়ার হাসপাতালে ভর্তি হতে চাননি। এদিকে প্রথম পর্যায়ে ৬৬ জন আক্রান্তের মধ্যে ৬ জন ক্রিও মেম্বারও ছিলেন।
উল্লেখ্য, প্রমোদতরী ‘কর্ডেলিয়াতে নতুন করে ১৪৩ জন যাত্রীর কোভিড ধরা পড়েছে। মঙ্গলবার গোয়া থেকে মুম্বাই ফিরে প্রমোদতরী ‘কর্ডেলিয়া’। সেই জাহাজের নতুন করে ১৪৩ জন যাত্রীর কোভিড ধরা পড়েছে। ওই জাহাজে হাজার দুয়েক যাত্রী ছিলেন। তার মধ্যে ৬৬ জনের আগেই কোভিড ধরা পড়েছিল। এরপর বাকিদেরও করোনা পরীক্ষা করানো হয়।
বিলাসবহুল প্রমোদতরী ‘কর্ডেলিয়া’। সমুদ্রের মধ্যে আরেক পৃথিবী। রেস্টুরেন্ট, স্যুটস, সুইমিংপুল, শিশুদের জন্য ওয়াটার পার্ক, বাস্কেটবল কোর্ট, আইস-স্কেটিং রিংক, থিয়েটার, আউটডোর অ্যাকোয়াটিক থিয়েটার, ফিটনেস সেন্টারসহ চমৎকার সময় কাটানোর সব উপকরণ নিয়ে অতিথিদের সেবা দেয় জাহাজটি। তবে স্বপ্নের এই তরীতে এবার ঘটেছে বিপত্তি।