Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
If you have a fever, what do you eat to get back the taste in the mouth?

জ্বর হলে মুখে স্বাদ ফিরতে কী খাবেন? জেনে নিন

জ্বর হলে মুখে স্বাদ ফিরতে কী খাবেন? জেনে নিন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
জ্বর

জ্বর হলে মুখে স্বাদ ফিরতে কী খাবেন? জেনে নিন। দেশজুড়ে চলছে করোনা মহামারি। শুধু দেশই নয় এর জেরে নাজেহাল গোটা বিশ্ব।  এই সময়ই ঘরে ঘরে জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যাও ক্রমেই বেড়ে যায়। খাওয়াতে অরূচি, শরীরে ব্যথা, বমি বমিভাব, সব উপসর্গই দেখা দিতে তাকে শরীর জুড়ে। এই সময় ডাক্তারের দেওয়া কড়া ওষুধ খেতে হলে অবশ্যই নজর দিতে হবে খাদ্য তালিকায়। কিন্তু মুখের অরুচির জন্য তা হয়তো অনেকেই পারেন না। তাই জেনে নিন এই সময় ঠিক কী কী খেলে ফিরবে মুখের স্বাদ।

 

১। জ্বরের সময় দিনে অন্তত তিন লিটার জল খাওয়া প্রয়োজন। এর ফলে পাকস্থলি পরিষ্কার হয়ে যায়ও শরীর অনেকটা ঝরঝরে বোধ করে।

২। পুদিনা পাতা মুখের স্বাদ ফেরায়। মুখের মধ্যে দুটো পুদিনা পাতা রেখে দিলে অনেকটা অস্বস্তি কাটে, এবং খাবারের ইচ্ছে ফিরে আসে।

৩। মুখে রাখতে পারেন লবঙ্গ দারচিনি গুঁড়ো। একচামচ গুঁড়ো মুখে নেওয়ার পরই অনেকটা তেতোভাব কেটে যাবে।

৪। মাজনের সঙ্গে মিশিয়ে নিতে পারেন বেকিং সোডা। মুখের ব্যাকটেরিয়া দূর করতে অনেকটা সাহায্য করে এই টিপস।

 

আর ও  পড়ূন    করোনা আক্রান্ত হয়েছেন সকলের প্রিয় সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়

 

৫। নুন জলে গার্গিল। অনেকেই হয়তো ভাবেন নুন জল কেবলমাত্র কাশি কমাতে সাহায্য করে, এমনটা মোটেও নয়, মুখের স্বাদও ফেরাতে সাহায্য করে এই টোটকা।

৬। জ্বরের পর হয়তো অনেকেই টক জাতীয় খাবার খেতে মানা করেন, কিন্তু লেবুর রসে মুখের স্বাদ ফিরে আসে সহজেই। তাই অল্প হলেও লেবুর রস খাওয়া যেতেই পারে।

৭। মুখের মধ্যে সেলেস্যা বা জমে থাকা ময়লার জন্যও খাবারে অরুচি হতে পারে, তাই দিনে অন্তত তিনবার ব্রাশ করুন।

 

উল্লেখ্য, জ্বর হলে মুখে স্বাদ ফিরতে কী খাবেন? জেনে নিন। দেশজুড়ে চলছে করোনা মহামারি। শুধু দেশই নয় এর জেরে নাজেহাল গোটা বিশ্ব।  এই সময়ই ঘরে ঘরে জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যাও ক্রমেই বেড়ে যায়। খাওয়াতে অরূচি, শরীরে ব্যথা, বমি বমিভাব, সব উপসর্গই দেখা দিতে তাকে শরীর জুড়ে। এই সময় ডাক্তারের দেওয়া কড়া ওষুধ খেতে হলে অবশ্যই নজর দিতে হবে খাদ্য তালিকায়। কিন্তু মুখের অরুচির জন্য তা হয়তো অনেকেই পারেন না। তাই জেনে নিন এই সময় ঠিক কী কী খেলে ফিরবে মুখের স্বাদ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top