Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
One injured in elephant attack, broken wall, furniture

হাতির হানায় আহত এক, ভাঙলো দেওয়াল, ঘরের আসবাব

হাতির হানায় আহত এক, ভাঙলো দেওয়াল, ঘরের আসবাব

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
হানায়

হাতির হানায় আহত এক, ভাঙলো দেওয়াল, ঘরের আসবাব। হাতির আক্রমণে দেয়াল ভেঙে গায়ে পড়ে আহত হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া সারেঙ্গা থানা এলাকার তেলিজাত গ্রামে। গতকাল রাতে হঠাৎ দশটি হাতির একটি দল ঢুকে পড়ে সারেঙ্গা বনাঞ্চল এলাকায়। তাদের মধ্যে একটি দলছুট দাঁতাল হাতি হামলা চালায় সারেঙ্গা থানার তেলিজাত গ্রামে।

 

প্রায় রাত দুটো নাগাদ মাটির কাঁচা বাড়িতে মশারির ভিতরে শুয়ে ছিলেন বছর বিয়াল্লিশের পেশায় নির্মাণ কর্মী গোলাম রসুল সরদার। দাঁতাল সুড় দিয়ে কাঁচা বাড়ির মাটির দেয়াল ভেঙ্গে আক্রমণ চালায় বাড়িতে। কোন রকমে পালিয়ে প্রাণে বাঁচেন বাড়ির লোকজন। তবে হাতির হানায় বাড়ির দেয়ালের একাংশ সহ বাড়ির আসবাব ভেঙে তছনছ হয়ে গেছে। আতঙ্কে ছড়িয়ে পড়েছে সারেঙ্গা গোটা এলাকায়।

 

সারেঙ্গা থানা এলাকায় বিভিন্ন গ্রামের মানুষজন আতঙ্কিত। তবে হাতি তাড়ানোর ব্যাপারে আসার কথা শুনিয়েছে স্থানীয় বনদপ্তর। ক্ষয়ক্ষতিও মিটিয়ে দেওয়া হবে বনদপ্তর এর পক্ষ থেকে এমনটাই আশ্বাস দেওয়া হয়েছে।

 

আর ও পড়ুন     শ্বশুরবাড়ির নির্যাতনে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী গৃহবধু

 

উল্লেখ্য, হাতির হানায় আহত এক, ভাঙলো দেওয়াল, ঘরের আসবাব। হাতির আক্রমণে দেয়াল ভেঙে গায়ে পড়ে আহত হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া সারেঙ্গা থানা এলাকার তেলিজাত গ্রামে। গতকাল রাতে হঠাৎ দশটি হাতির একটি দল ঢুকে পড়ে সারেঙ্গা বনাঞ্চল এলাকায়। তাদের মধ্যে একটি দলছুট দাঁতাল হাতি হামলা চালায় সারেঙ্গা থানার তেলিজাত গ্রামে। প্রায় রাত দুটো নাগাদ মাটির কাঁচা বাড়িতে মশারির ভিতরে শুয়ে ছিলেন বছর বিয়াল্লিশের পেশায় নির্মাণ কর্মী গোলাম রসুল সরদার। দাঁতাল সুড় দিয়ে কাঁচা বাড়ির মাটির দেয়াল ভেঙ্গে আক্রমণ চালায় বাড়িতে।

 

কোন রকমে পালিয়ে প্রাণে বাঁচেন বাড়ির লোকজন। তবে হাতির হানায় বাড়ির দেয়ালের একাংশ সহ বাড়ির আসবাব ভেঙে তছনছ হয়ে গেছে। আতঙ্কে ছড়িয়ে পড়েছে সারেঙ্গা গোটা এলাকায়। সারেঙ্গা থানা এলাকায় বিভিন্ন গ্রামের মানুষজন আতঙ্কিত। তবে হাতি তাড়ানোর ব্যাপারে আসার কথা শুনিয়েছে স্থানীয় বনদপ্তর। ক্ষয়ক্ষতিও মিটিয়ে দেওয়া হবে বনদপ্তর এর পক্ষ থেকে এমনটাই আশ্বাস দেওয়া হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top