পথ দুর্ঘটনায় মৃত্যু হলো কলকাতা পুলিশের এক সার্জেন্টের। দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তী রাজ্য সড়কে পেট্রোলিং করার সময় পথ দূর্ঘটনায় মৃত্যু হলো কলকাতা পুলিশের এক সার্জেন্টের। মৃতের নাম শশীভূষন মিনজ।পুলিশ সুত্রে জানা গিয়েছে, ডিউটি চলাকালীন তিলজলা ট্রাফিক গার্ডের সার্জেন্ট সষীভূষন মিনজ এর রক্তাক্ত দেহ উদ্ধার করা হয় বাসন্তী হাইওয়ের কাঁটাতালা থেকে।কি ভাবে মৃত্যু হলো তা নিয়ে রহস্য দানা বেঁধেছে।
সোমবার বিকাল ৩ টা ৪৫ মিনিট নাগাদ বাসন্তী হাইওয়ের কাঁটাতালা থেকে রক্তাক্ত কলকাতা পুলিশের সার্জেন্ট সষীভূষন মিনজ কে উদ্ধার করে বাইপাসের ধারে রুবি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানে চিকিৎসাকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর মৃত্যুতে শোকের ছাঁয়া নেমে এসেছে সহকর্মী সহ কলকাতা লেদার কম্পলেক্স থানা এবং তিলজলা ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিক থেকে পুলিশ কর্মীদের মধ্যে।
কি ভাবে মৃত্যু হয়েছে তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। পুলিশ সুত্রে জানা গিয়েছে কলকাতা পুলিশের লালা কালারের WB-01-AB-0543 বুলেট বাইক নিয়ে বাসন্তী হাইওয়েতে পেট্রোলিং করছিলেন সার্জেন্ট সষীভূষন মিনজ। কাঁটাতলায় বিকাল ৩ টা ৪৫ মিনিট নাগাদ পথ দূর্ঘটনা ঘটে।রক্তাক্ত অবস্থায় রাস্তায় ছিটকে পড়েন তিনি।
আর ও পড়ুন কলকাতা ছাড়ার আগে যা বলে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
সহকর্মীরা খবর পেয়ে তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।যদিও শেষ রক্ষা হয়নি।মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। যদিও পথ দূর্ঘটনাটি কি ভাবে হয়েছে তা নিয়ে ধোঁয়াসা তৈরি হয়েছে। দেহের ময়না-তদন্তের পর দূর্ঘটনার কারণ জানা যাবে বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে।
উল্লেখ্য, পথ দুর্ঘটনায় মৃত্যু হলো কলকাতা পুলিশের এক সার্জেন্টের। দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তী রাজ্য সড়কে পেট্রোলিং করার সময় পথ দূর্ঘটনায় মৃত্যু হলো কলকাতা পুলিশের এক সার্জেন্টের। মৃতের নাম শশীভূষন মিনজ।পুলিশ সুত্রে জানা গিয়েছে, ডিউটি চলাকালীন তিলজলা ট্রাফিক গার্ডের সার্জেন্ট সষীভূষন মিনজ এর রক্তাক্ত দেহ উদ্ধার করা হয় বাসন্তী হাইওয়ের কাঁটাতালা থেকে।কি ভাবে মৃত্যু হলো তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। সোমবার বিকাল ৩ টা ৪৫ মিনিট নাগাদ বাসন্তী হাইওয়ের কাঁটাতালা থেকে রক্তাক্ত কলকাতা পুলিশের সার্জেন্ট সষীভূষন মিনজ কে উদ্ধার করে বাইপাসের ধারে রুবি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানে চিকিৎসাকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
তাঁর মৃত্যুতে শোকের ছাঁয়া নেমে এসেছে সহকর্মী সহ কলকাতা লেদার কম্পলেক্স থানা এবং তিলজলা ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিক থেকে পুলিশ কর্মীদের মধ্যে। কি ভাবে মৃত্যু হয়েছে তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। পুলিশ সুত্রে জানা গিয়েছে কলকাতা পুলিশের লালা কালারের WB-01-AB-0543 বুলেট বাইক নিয়ে বাসন্তী হাইওয়েতে পেট্রোলিং করছিলেন সার্জেন্ট সষীভূষন মিনজ। কাঁটাতলায় বিকাল ৩ টা ৪৫ মিনিট নাগাদ পথ দূর্ঘটনা ঘটে।রক্তাক্ত অবস্থায় রাস্তায় ছিটকে পড়েন তিনি।