দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় মোবাইল ভ্যাকসিন নৌকার সূচনা হলো

দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় মোবাইল ভ্যাকসিন নৌকার সূচনা হলো

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
সূচনা

দক্ষিণ ২৪ পরগনার গোসাববায় মোবাইল ভ্যাকসিন নৌকার সূচনা হলো। সোমবার দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের গোসাবা বিডিও জেটিঘাটে রাজ্য সরকার ও কেয়ার ইন্ডিয়া এবং শিস এর যৌথ উদ্যোগে সুন্দরবনের জল পথে শুভ সূচনা করলেন মোবাইল ভ্যাকসিন নৌকার।এদিন মোবাইল ভ্যাকসিন নৌকার শুভ সূচনা করেন গোসাবা ব্লকের বি এম ও এইচ ইন্দ্রনীল বর্গী,গোসাবা জয়েন্ট বিডিও মইদুল ইসলাম।

 

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেয়ার ইন্ডিয়ার ম্যানেজার বাসব রুজ,শিসের কর্ণধার এম এ ওহাব প্রমূখ।সুন্দরবনের গোসাবা ব্লকের ৯ টি দ্বীপ জল পথের উপর নির্ভরশীল।ফলে এই মোবাইল ভ্যাকসিন নৌকার মাধ্যমে স্বাস্থ্য পরিষেবায় উপকৃত সাধারণ মানুষজন।এমনি সব ধরনের স্বাস্থ্য পরিষেবা পাবে এই মোবাইল ভ্যাকসিন নৌকায়।

 

পাশাপাশি ক্লিনিকের ও পরিষেবা থাকছে এই মোবাইল ভ্যাকসিন নৌকায়।গোসাবা ব্লকের বি এম ও এইচ ইন্দ্রনীল বর্গী বলেন এই ব্লকে প্রায় ৯০ শতাংশ ভ্যাকসিনেশন প্রথম ডোজ এবং ৮০ শতাংশ দ্বিতীয় ডোজ দেওয়া হয়ে গেছে।পাশাপাশি ১৫ থেকে ১৮ বছর বয়সের ভ্যাকসিনেশনের কাজ দ্রততার সাথে চলছে।তবে এই ব্লকের ৯ টি দ্বীপ জল পথের উপর নির্ভরশীল।ফলে এই মোবাইল ভ্যাকসিন নৌকার যে শুভ সূচনা হল,তাতে স্বাস্থ্য পরিষেবায় উপকৃত সাধারণ মানুষ জন।

 

আর ও পড়ুন      কলকাতা ছাড়ার আগে যা বলে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

 

উল্লেখ্য, দক্ষিণ ২৪ পরগনার গোসাববায় মোবাইল ভ্যাকসিন নৌকার সূচনা হলো। সোমবার দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের গোসাবা বিডিও জেটিঘাটে রাজ্য সরকার ও কেয়ার ইন্ডিয়া এবং শিস এর যৌথ উদ্যোগে সুন্দরবনের জল পথে শুভ সূচনা করলেন মোবাইল ভ্যাকসিন নৌকার।এদিন মোবাইল ভ্যাকসিন নৌকার শুভ সূচনা করেন গোসাবা ব্লকের বি এম ও এইচ ইন্দ্রনীল বর্গী,গোসাবা জয়েন্ট বিডিও মইদুল ইসলাম।

 

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেয়ার ইন্ডিয়ার ম্যানেজার বাসব রুজ,শিসের কর্ণধার এম এ ওহাব প্রমূখ।সুন্দরবনের গোসাবা ব্লকের ৯ টি দ্বীপ জল পথের উপর নির্ভরশীল।ফলে এই মোবাইল ভ্যাকসিন নৌকার মাধ্যমে স্বাস্থ্য পরিষেবায় উপকৃত সাধারণ মানুষজন। এমনি সব ধরনের স্বাস্থ্য পরিষেবা পাবে এই মোবাইল ভ্যাকসিন নৌকায়। পাশাপাশি ক্লিনিকের ও পরিষেবা থাকছে এই মোবাইল ভ্যাকসিন নৌকায়।গোসাবা ব্লকের বি এম ও এইচ ইন্দ্রনীল বর্গী বলেন এই ব্লকে প্রায় ৯০ শতাংশ ভ্যাকসিনেশন প্রথম ডোজ এবং ৮০ শতাংশ দ্বিতীয় ডোজ দেওয়া হয়ে গেছে।পাশাপাশি ১৫ থেকে ১৮ বছর বয়সের ভ্যাকসিনেশনের কাজ দ্রততার সাথে চলছে।তবে এই ব্লকের ৯ টি দ্বীপ জল পথের উপর নির্ভরশীল।ফলে এই মোবাইল ভ্যাকসিন নৌকার যে শুভ সূচনা হল,তাতে স্বাস্থ্য পরিষেবায় উপকৃত সাধারণ মানুষ জন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top