সিআরপিএফ ১৬৯ ব্যাটেলিয়নের পক্ষ থেকে এক সময়ের মাওবাদী প্রভাহিত এলাকা বলে পরিচিত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি থানার কেন্দীশোল , তালপুকুরিয়া ,লালজল, জোরাম, বাগডোবা এলাকায় জনসংযোগ কর্মসূচি হিসেবে সিভিক অ্যাকশন পোগ্রাম এর আয়োজন করা হয় । ওই এলাকার দুঃস্থ গ্রামবাসীদের হাতে ব্ল্যাঙ্কেট, সোলার লাইট, মেয়েদের জন্য সেনিটারি ন্যাপকিন বিতরণ করা হয় । এছাড়াও গ্রামবাসীদের জন্য পানীয় জলের অভাব মেটানোর জন্য সাবমারসাল পাম্প বসানো হয় লালজল গ্রামে।
বাগডোবার অনুষ্ঠানে সোমবার উপস্থিত ছিলেন সিআরপিএফের কমান্ড্যান্ট সঞ্জয় শর্মা , দ্বিতীয় কমান্ড্যান্ট কাজল মল বুনকর । সিআরপিএফের 169 ব্যাটালিয়ন এর পক্ষ থেকে ওই এলাকার মানুষের সামাজিক উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানানো হয় । সেই সঙ্গে আগামী দিনে তারা ওই এলাকার উন্নয়নে আরো কাজ করবেন বলে জানান। একসময় মাওবাদীদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল ওই গ্রামগুলি ।বর্তমানে মাওবাদীদের অস্তিত্ব না থাকলেও ঝাড়খন্ড সীমান্তবর্তী ওই এলাকায় মাওবাদীদের আনাগোনা বাড়ছে বলে গোয়েন্দা সূত্রের খবর। তাই সিআরপিএফ এর পক্ষ থেকে জনসংযোগ কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানা যায়।
উল্লেখ্য, সিআরপিএফ ১৬৯ ব্যাটেলিয়নের পক্ষ থেকে এক সময়ের মাওবাদী প্রভাহিত এলাকা বলে পরিচিত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি থানার কেন্দীশোল , তালপুকুরিয়া ,লালজল, জোরাম, বাগডোবা এলাকায় জনসংযোগ কর্মসূচি হিসেবে সিভিক অ্যাকশন পোগ্রাম এর আয়োজন করা হয় । ওই এলাকার দুঃস্থ গ্রামবাসীদের হাতে ব্ল্যাঙ্কেট, সোলার লাইট, মেয়েদের জন্য সেনিটারি ন্যাপকিন বিতরণ করা হয় । এছাড়াও গ্রামবাসীদের জন্য পানীয় জলের অভাব মেটানোর জন্য সাবমারসাল পাম্প বসানো হয় লালজল গ্রামে। বাগডোবার অনুষ্ঠানে সোমবার উপস্থিত ছিলেন সিআরপিএফের কমান্ড্যান্ট সঞ্জয় শর্মা , দ্বিতীয় কমান্ড্যান্ট কাজল মল বুনকর ।
আর ও পড়ুন নন্দীগ্রাম দিবসে টুইটে ২০০৭-র ঘটনা স্মরণ করলেন মমতা
সিআরপিএফের 169 ব্যাটালিয়ন এর পক্ষ থেকে ওই এলাকার মানুষের সামাজিক উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানানো হয় । সেই সঙ্গে আগামী দিনে তারা ওই এলাকার উন্নয়নে আরো কাজ করবেন বলে জানান। একসময় মাওবাদীদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল ওই গ্রামগুলি ।বর্তমানে মাওবাদীদের অস্তিত্ব না থাকলেও ঝাড়খন্ড সীমান্তবর্তী ওই এলাকায় মাওবাদীদের আনাগোনা বাড়ছে বলে গোয়েন্দা সূত্রের খবর। তাই সিআরপিএফ এর পক্ষ থেকে জনসংযোগ কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানা যায়।