জঙ্গলে বন্য জীবজন্তুর ভারসাম্য বজায় রাখতে বাঘমুন্ডি বনদপ্তরের উদ্যোগে বিশেষ কর্মসূচি। পরিবেশের ভারসাম্য রাখতে জঙ্গল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর সেই জঙ্গল বাঁচাতেই বিশেষ কর্মসূচি নিল বাঘমুন্ডি বনদপ্তর। বুদ্ধপূর্ণিমার দিন শিকার রুখতে এবং জঙ্গলে যাতে কেউ আগুন না লাগায় তার জন্য পুরুলিয়ার বাঘমুন্ডি এলাকার একেবারে জঙ্গল সংলগ্ন গ্রামে গিয়ে পুরুলিয়ার ঐতিহ্য ছৌ নৃত্যের মাধ্যমে একটি পথ নাটক করে মানুষকে সতর্ক করা হয়। জানা গিয়েছে, বাঘমুন্ডি বনদপ্তরের উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করা হয়।
বৃহস্পতিবার বাঘমুন্ডি বিটের অন্তর্গত নিশ্চিন্তিপুর ও বাড়েডি গ্রামে গিয়ে বনদপ্তরের আধিকারিক সহ কর্মীরা মানুষকে শিকার ও জঙ্গলের আগুন নিয়ে ছৌ নাটকের মাধ্যমে সতর্কতা করেন। আরও জানা গিয়েছে, এই সচেতনতার নাটকটি লিখেছেন পুরুলিয়া ডিভিশনের ওয়াইল্ড লাইফ স্কোয়ার্ড এবং মোবাইল রেঞ্জের রেঞ্জ অফিসার মনোজ কুমার মল্ল। এদিন নাটকটিতে অংশগ্রহণ করেন বাঘমুন্ডি বনদপ্তরের আধিকারিক পল্লব বিকাশ বড়াল, বাঘমুন্ডি বিটের বিট অফিসার সাহেব মাহাতো, বুড়দা-কালিমাটি বিটের বিট অফিসার সীতারাম মাহাতো সহ বনদপ্তরের অন্যান্য কর্মীরা এবং সেই গ্রামের ছৌ দল।
আরও পড়ুন – ২রা মে থেকে স্কুলে গরমের ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর
উল্লেখ্য, পরিবেশের ভারসাম্য রাখতে জঙ্গল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর সেই জঙ্গল বাঁচাতেই বিশেষ কর্মসূচি নিল বাঘমুন্ডি বনদপ্তর। বুদ্ধপূর্ণিমার দিন শিকার রুখতে এবং জঙ্গলে যাতে কেউ আগুন না লাগায় তার জন্য পুরুলিয়ার বাঘমুন্ডি এলাকার একেবারে জঙ্গল সংলগ্ন গ্রামে গিয়ে পুরুলিয়ার ঐতিহ্য ছৌ নৃত্যের মাধ্যমে একটি পথ নাটক করে মানুষকে সতর্ক করা হয়। জানা গিয়েছে, বাঘমুন্ডি বনদপ্তরের উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করা হয়।
বৃহস্পতিবার বাঘমুন্ডি বিটের অন্তর্গত নিশ্চিন্তিপুর ও বাড়েডি গ্রামে গিয়ে বনদপ্তরের আধিকারিক সহ কর্মীরা মানুষকে শিকার ও জঙ্গলের আগুন নিয়ে ছৌ নাটকের মাধ্যমে সতর্কতা করেন। আরও জানা গিয়েছে, এই সচেতনতার নাটকটি লিখেছেন পুরুলিয়া ডিভিশনের ওয়াইল্ড লাইফ স্কোয়ার্ড এবং মোবাইল রেঞ্জের রেঞ্জ অফিসার মনোজ কুমার মল্ল। এদিন নাটকটিতে অংশগ্রহণ করেন বাঘমুন্ডি বনদপ্তরের আধিকারিক পল্লব বিকাশ বড়াল, বাঘমুন্ডি বিটের বিট অফিসার সাহেব মাহাতো, বুড়দা-কালিমাটি বিটের বিট অফিসার সীতারাম মাহাতো সহ বনদপ্তরের অন্যান্য কর্মীরা এবং সেই গ্রামের ছৌ দল। জীবজন্তুর