দলেরই একাংশের বিরুদ্ধেই বিস্ফোরক মন্তব্য কোতয়ালির টি এম সি পি -র মৃত ছাত্রনেতার মা এর!

দলেরই একাংশের বিরুদ্ধেই বিস্ফোরক মন্তব্য কোতয়ালির টি এম সি পি -র মৃত ছাত্রনেতার মা এর!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

দলেরই একাংশের বিরুদ্ধেই বিস্ফোরক মন্তব্য কোতয়ালির টি এম সি পি -র মৃত ছাত্রনেতার মা এর! কীটনাশক খেয়ে TMCP নেতার আত্মহত্যার ঘটনায় দলেরই একাংশের বিরুদ্ধেই অভিযোগ সেই মৃত ছাত্রনেতার মা। শুধু তাই নয়,বুধবার ওই ছাত্রনেতার মা রোমেনা বিবি দেওয়ানহাট কলেজের TMCP-র একাধিক নেতা-নেত্রীর নামে কোতয়ালি থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানা গিয়েছে। তাঁর মা ‘র অভিযোগ “দলেরই একাংশ আমার ছেলেকে মানসিকভাবে অত্যাচার করছিলো।

 

যার জেরে বাধ্য হয়ে আমার ছেলে কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছে।”তাঁর আরো অভিযোগ, “কলেজে টাকা-পয়সা নিয়ে কিছু একটা গন্ডগোল হয়েছিল। কলেজে তিনটে গ্রুপ হয়ে গিয়েছিল। মাঝখানে আমার ছেলে বলেছিল রাজনীতি ছেড়ে দেবে। পড়াশুনা আর পারিবারিক ব্যবসা নিয়ে থাকবে। এরপরেও ওঁকে ফোন করে হুমকি দেওয়া হয়। বিভিন্ন নেতা আমাকে বারংবার ওর কলেজে নিরাপত্তার অভাব হবে না বলে আশ্বাস দিলেও বিভিন্ন ভাবে চাপ সৃষ্টি করা হয়। কয়েকটা ছেলে ওঁকে হুমকি দিয়েছিল মেরে ফেলার জন্য। ” কিন্ত্য এসব নিয়ে তিনি আগে কেন কিছু বলেন নি? এই প্রশ্নের উত্তরে রোমেনা বিবি বলেন, ” আমি দলের একজন প্রতিনিধি। পুরোটা না জেনে দলের কারো সম্পর্কে কিছু বলা ঠিক নয়।

 

এখন আমি মোবাইলে কিছু রেকর্ডিং পেয়েছি। সেখানে শোনা যাচ্ছে, কিছু ছেলে ওঁকে মেরে ফেলার জন্যে হুমকি দিচ্ছে। ” আর ঠিক এ জন্যই তিনি এবার আইনি পদক্ষেপ গ্রহণ করছেন বলে জানা গিয়েছে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কোতয়ালি থানার পুলিশ বলে জানা গিয়েছে।এ ক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য যে, কিছুদিন আগেDewanhat College- এর তৃতীয় বর্ষের ছাত্র তৃণমূল ছাত্র পরিষদ নেতা সাহেব মোস্তফা খন্দকার কীটনাশক খেয়ে আত্মঘাতী হন। আর তারপরই শাসকদলের অন্দরে শুরু হয় হইচই।

আরও পড়ুন – ২রা মে থেকে স্কুলে গরমের ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর

এছাড়াও,অভিযোগ উঠেছে এই ঘটনার কিছুদিন আগে থেকেই নাকি দলেরই কিছু নেতাকর্মী সাহেবের থেকে মোস্তফা খন্দকার নানা রকমভাবে হুমকি পাচ্ছিলেন। আর তাই তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে কীটনাশক খেয়ে আত্মঘাতী হন বলে অভিযোগ জানিয়েছেন তাঁর মা আমেনা বিবি। আমেনা বিবি বলেন, ” আমি নিজে Dewanhat গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য। দীর্ঘদিন ধরে তৃণমূল করি। দলের একাংশের হুমকির জেরে আমার ছেলে আত্মঘাতী হয়েছে। তাই দিদির কাছে আমার অনুরোধ গোটা ঘটনার তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক। ” যদিও গোটা বিষয়টি নিয়ে তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্ব কোনো মন্তব্য করতে চায়নি বলেই সূত্রের খবরে জানা গিয়েছে। বিস্ফোরক

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top