উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে হতে চলেছে ১০০ শয্যার সিসিবি ব্লগ। জরুরি রুগী পরিসেবা প্রদানে গুরুত্বপূর্ণ উদ্যোগ রাজ্যের। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরী পরিষেবার মানোন্নয়নের নজর কায়েম করেএকাধীক পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকারের।
ইতিমধ্যেই মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন, সুপার স্পেশ্যালিটি সহ একাধিক নতুন ব্লগ এবং কোভিড সময়কালে পর্যাপ্ত ভেন্টিলেশন অত্যাধুনিক চিকিৎসা পরিসেবার যন্ত্রপাতি প্রদান করা হয়েছে। অত্যধিক গুরুতর রুগীর চাপ থাকায় সিসিইউর শয্যা বাড়ানোর পাশাপাশি কাজ চলছে হাইব্রিড সিসিইউর। আর এবারে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে তৈরী করা হচ্ছে জরুরী রুগী পরিষেবা প্রদানে সিসিবি (ক্রিটিক্যাল কেয়ার ব্লগ) তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১০০ শয্যার হতে চলেছে এই সিসিবি ব্লগ। যার পরিকল্পনাও ইতিমধ্যে হয়ে গিয়েছে। মঙ্গলবার উত্তরকন্যার জলাপাইগুড়ি জেলার স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠকের হয়। পরে সংবাদ মাধ্যমের সম্মুখে উত্তরবঙ্গ মেডিকেলে কলেজ ও হাসপাতালের প্রসঙ্গ উঠতেই বিষয়টি জানান জন স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুশান্ত রায়। তিনি বলেন এদিন মেডিকেল কর্তৃপক্ষের সঙ্গে জায়গা চিহ্নিত করে চূড়ান্ত করবেন তিনি।১০০শয্যার এই সিসিইউ হলে রুগীরা অত্যন্ত উপকৃত হবেন। সিসিইউ জন্য রুগীদের বেসরকারী হাসপাতালের ওপর নির্ভর শীলতা অনেকটাই লাঘব করা সম্ভব হবে।
আরও পড়ুন – ফের ঝাড়গ্রামে মাথা চাড়া দিল ম্যালেরিয়া আতঙ্ক
উল্লেখ্য, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে হতে চলেছে ১০০ শয্যার সিসিবি ব্লগ। জরুরি রুগী পরিসেবা প্রদানে গুরুত্বপূর্ণ উদ্যোগ রাজ্যের। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরী পরিষেবার মানোন্নয়নের নজর কায়েম করেএকাধীক পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকারের। ইতিমধ্যেই মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন, সুপার স্পেশ্যালিটি সহ একাধিক নতুন ব্লগ এবং কোভিড সময়কালে পর্যাপ্ত ভেন্টিলেশন অত্যাধুনিক চিকিৎসা পরিসেবার যন্ত্রপাতি প্রদান করা হয়েছে। অত্যধিক গুরুতর রুগীর চাপ থাকায় সিসিইউর শয্যা বাড়ানোর পাশাপাশি কাজ চলছে হাইব্রিড সিসিইউর।
আর এবারে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে তৈরী করা হচ্ছে জরুরী রুগী পরিষেবা প্রদানে সিসিবি (ক্রিটিক্যাল কেয়ার ব্লগ) তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১০০ শয্যার হতে চলেছে এই সিসিবি ব্লগ। যার পরিকল্পনাও ইতিমধ্যে হয়ে গিয়েছে। মঙ্গলবার উত্তরকন্যার জলাপাইগুড়ি জেলার স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠকের হয়।