সুন্দরবনের গৌড়েশ্বর নদী তে মৎস্যজীবীর জালে বিশাল আকার ভেটকি মাছ।। বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লক এর সুন্দরবনের রূপমারি গ্রাম পঞ্চায়েতের গৌড়েশ্বর নদীর ঘটনা মৎস্যজী সুচিত্রা মল্লিক স্বামী বিশ্বনাথ মল্লিক তারা দিনরাত নদীতে জাল পেতে তাদের রুজি রোজগার করেন। এদিন রাত্রে নদীতে জাল পাতলে তারা বুঝতে পারেন জাল এবং নৌকা কেঁপে উঠেছে। আজ সকাল বেলায় সেই সময় তারা জাল খোলার চেষ্টা করলে দেখতে পান বিশালাকার দেশি ভেটকি মাছ। সেই মাছ নদী থেকে পাড়ে তোলা মাত্রই দেখার জন্য ভিড় জমান সাধারণমানুষ ।
বিশাল আকারএই মাছটি সাথে সাথে বাঁকড়া মৎস্য বাজারে নিয়ে যাওয়া হয় একটি অটো ভাড়া করে। বাজারে নিয়ে গিয়ে ওয়েট করা হলে দেখা যায় 25 কিলো 300 গ্রাম ওয়েট হয়েছে যার দাম অ্যাকশনে দাঁড়িয়েছে 1 টাকা থেকে 1030 টাকা । এই মাছটির মোট দাম 25750টাকা। মৎস্যজীবী সুচিত্রা মল্লিক তিনি জানালেন করোনা মহামারী থেকে শুরু করে এখনো পর্যন্ত সে রকম কোনো রুজি-রোজগার ভালো হয়নি আজ এই মাছটি পেয়ে একটি মোটা অংকের টাকা আয় করতে পারলেন বলে জানালেন এতে তিনি খুব খুশি এবং সেই সাথে সাথে এটাও জানালেন মৎস্যজীবীদের কোনো সুযোগ-সুবিধা বা পরিচয় পত্র এখনওপর্যন্ত সরকারি তরফে তিনি পাননি,
উল্লেখ্য, সুন্দরবনের গৌড়েশ্বর নদী তে মৎস্যজীবীর জালে বিশাল আকার ভেটকি মাছ।। বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লক এর সুন্দরবনের রূপমারি গ্রাম পঞ্চায়েতের গৌড়েশ্বর নদীর ঘটনা মৎস্যজী সুচিত্রা মল্লিক স্বামী বিশ্বনাথ মল্লিক তারা দিনরাত নদীতে জাল পেতে তাদের রুজি রোজগার করেন।
এদিন রাত্রে নদীতে জাল পাতলে তারা বুঝতে পারেন জাল এবং নৌকা কেঁপে উঠেছে। আজ সকাল বেলায় সেই সময় তারা জাল খোলার চেষ্টা করলে দেখতে পান বিশালাকার দেশি ভেটকি মাছ। সেই মাছ নদী থেকে পাড়ে তোলা মাত্রই দেখার জন্য ভিড় জমান সাধারণমানুষ । বিশাল আকারএই মাছটি সাথে সাথে বাঁকড়া মৎস্য বাজারে নিয়ে যাওয়া হয় একটি অটো ভাড়া করে। বাজারে নিয়ে গিয়ে ওয়েট করা হলে দেখা যায় 25 কিলো 300 গ্রাম ওয়েট হয়েছে যার দাম অ্যাকশনে দাঁড়িয়েছে 1 টাকা থেকে 1030 টাকা ।