বিজেপির বাইক রেলী আটকালো পুলিশ। কেন্দ্রীয় সরকার তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আট বছর পূর্ণ হওয়ায় জেলা বিজেপির ডাকে ময়নাগুড়িতে অনুষ্ঠিত হয় ক বাইক র্যালির। শনিবার ময়নাগুড়ির দোমোহনি থেকে একটি বাইক রেলী ময়নাগুড়ি শহর পরিক্রমা করে জাতীয় সড়কে ওঠার কথা ছিল।
কিন্তু সেই বাইক রেলিটি ময়নাগুড়ি সিনেমা হল মোড় এলে ময়নাগুড়ি পুলিশ তাদের আটকে দেন। যার জেরে ময়নাগুড়িতে তাদের এই রেলি সম্পূর্ণ করতে পারেননি বলে অভিযোগ করেন জেলা বিজেপি নেতৃত্ব। এই বিষয়ে বিজেপির জেলা যুব নেতা পলেন ঘোষ বলেন,”মোদি সরকারের আট বছর পূর্ণ হয় আমাদের বাইক রেলির আয়োজন করা হয়েছিল। কিন্তু কি কারণে পুলিশ আমাদের আটকে দিল জানিনা।”
এদিনেই বাইক রেলি কে আটকাতে ময়নাগুড়ি সিনেমা হল মোড়ে ময়নাগুড়ি পুলিশের পক্ষ থেকে মোতায়েন করা হয় বিরাট পুলিশ বাহিনী। বাইক মিছিলটি সিনেমা হল মোড়ে আটকে দেওয়া হলে সেখানেই মিছিলটি শেষ হয়। এ দিনের মিছিলে হাজির ছিলেন বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী, বিজেপির জেলা যুব নেতা পলেন ঘোষ সহ প্রমুখরা।
আরও পড়ুন – বোনের প্রেমিক সন্দেহ? খুনের চেষ্টা যুবককে গ্রেপ্তার সেনা কর্মী
উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আট বছর পূর্ণ হওয়ায় জেলা বিজেপির ডাকে ময়নাগুড়িতে অনুষ্ঠিত হয় ক বাইক র্যালির। শনিবার ময়নাগুড়ির দোমোহনি থেকে একটি বাইক রেলী ময়নাগুড়ি শহর পরিক্রমা করে জাতীয় সড়কে ওঠার কথা ছিল। কিন্তু সেই বাইক রেলিটি ময়নাগুড়ি সিনেমা হল মোড় এলে ময়নাগুড়ি পুলিশ তাদের আটকে দেন।
যার জেরে ময়নাগুড়িতে তাদের এই রেলি সম্পূর্ণ করতে পারেননি বলে অভিযোগ করেন জেলা বিজেপি নেতৃত্ব। এই বিষয়ে বিজেপির জেলা যুব নেতা পলেন ঘোষ বলেন,”মোদি সরকারের আট বছর পূর্ণ হয় আমাদের বাইক রেলির আয়োজন করা হয়েছিল। কিন্তু কি কারণে পুলিশ আমাদের আটকে দিল জানিনা।”
এদিনেই বাইক রেলি কে আটকাতে ময়নাগুড়ি সিনেমা হল মোড়ে ময়নাগুড়ি পুলিশের পক্ষ থেকে মোতায়েন করা হয় বিরাট পুলিশ বাহিনী। বাইক মিছিলটি সিনেমা হল মোড়ে আটকে দেওয়া হলে সেখানেই মিছিলটি শেষ হয়। এ দিনের মিছিলে হাজির ছিলেন বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী, বিজেপির জেলা যুব নেতা পলেন ঘোষ সহ প্রমুখরা।