গাড়ি চুরি চক্রের অন্যতম এক পান্ডা গ্রেফতার। গ্রেফতার করলো বিধান নগর উত্তর থানার পুলিশ। উদ্ধার বাড়ির সামনে থেকে চুরি যাওয়া গাড়িটি। ঘটনা সল্টলেকের সি এ ব্লক এর। ধৃতের নাম আকাশ শেঠ। পুলিশ সূত্রে খবর, গত ২৪ তারিখ সল্টলেকের সি এ ব্লক থেকে রাতের বেলায় একটি লাল রঙের হোন্ডা সিটি গাড়ি চুরি যায়। এর পরেই বিধান নগর উত্তর থানায় অভিযোগ জানায়, তদন্তে নেমে পুলিশ জানতে পারে রাত নটা নাগাদ গাড়ির চালক বাড়ির সামনে গাড়ি রেখে চালকের ঘরে চাবি রেখে খেতে যায়।
সাড়ে নটা নাগাদ ড্রাইভার ফিরে এসে দেখে গাড়ি ও গাড়ির চাবি নেই। সূত্র মারফত খবর পেয়ে বেলেঘাটার বাসিন্দা আকাশ শেঠ কে দত্তাবাদ এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে শান্তি নগর থেকে গাড়িটি উদ্ধার হয়। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে এর বিরুধ্যে এর আগেও বিভিন্ন থানায় অভিযোগ রয়েছে। আজ ধৃত কে বিধান নগর কোর্টে তোলা হবে। এবং নিজেদের হেফাজতে নিয়ে আর কেউ জড়িত আছে কিনা জানার চেষ্টা করবে।
আরও পড়ুন – তৃণমূল পরিচালিত পঞ্চায়েতে দুর্নীতি,বিক্ষোভে সামিল বাম
উল্লেখ্য, গাড়ি চুরি চক্রের অন্যতম এক পান্ডা গ্রেফতার। গ্রেফতার করলো বিধান নগর উত্তর থানার পুলিশ। উদ্ধার বাড়ির সামনে থেকে চুরি যাওয়া গাড়িটি। ঘটনা সল্টলেকের সি এ ব্লক এর। ধৃতের নাম আকাশ শেঠ। পুলিশ সূত্রে খবর, গত ২৪ তারিখ সল্টলেকের সি এ ব্লক থেকে রাতের বেলায় একটি লাল রঙের হোন্ডা সিটি গাড়ি চুরি যায়। এর পরেই বিধান নগর উত্তর থানায় অভিযোগ জানায়, তদন্তে নেমে পুলিশ জানতে পারে রাত নটা নাগাদ গাড়ির চালক বাড়ির সামনে গাড়ি রেখে চালকের ঘরে চাবি রেখে খেতে যায়।
সাড়ে নটা নাগাদ ড্রাইভার ফিরে এসে দেখে গাড়ি ও গাড়ির চাবি নেই। সূত্র মারফত খবর পেয়ে বেলেঘাটার বাসিন্দা আকাশ শেঠ কে দত্তাবাদ এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে শান্তি নগর থেকে গাড়িটি উদ্ধার হয়। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে এর বিরুধ্যে এর আগেও বিভিন্ন থানায় অভিযোগ রয়েছে। আজ ধৃত কে বিধান নগর কোর্টে তোলা হবে। এবং নিজেদের হেফাজতে নিয়ে আর কেউ জড়িত আছে কিনা জানার চেষ্টা করবে।