বসিরহাটে একুশে জুলাই প্রস্তুতি, নুসরত রথিন, পার্থ রবীন্দ্রভবনে

বসিরহাটে একুশে জুলাই প্রস্তুতি, নুসরত রথিন, পার্থ রবীন্দ্রভবনে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বসিরহাটে একুশে জুলাই প্রস্তুতি, নুসরত রথিন, পার্থ রবীন্দ্রভবনে।। করোণা মহামারীর কালে একুশে জুলাই হয়নি এবার শুধু সময়ের অপেক্ষা, নুসরত।  বসিরহাটে তৃণমূল সাংগঠনিক জেলার উদ্যোগে বসিরহাট রবীন্দ্রভবনে ২১,শে জুলাই প্রস্তুতি সভা শুরু হলো যুব তৃণমূল যুব কংগ্রেসের। সাধারণ সম্পাদক সুরজিৎ মিত্র বাদল একুশে জুলাই প্রস্তুতি হল আজ যেখানে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, পার্থ ভৌমিক, বসিরহাটের সাংসদ নুসরাত জাহান উত্তর 24 পরগনার কার্যকরী সভাপতি নারায়ন গোস্বামী, ব্যারাকপুর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তী, বসিরহাট সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি সরোজ বন্দোপাধ্যায় চেয়ারম্যান হাজী নুরুল সহ তৃণমূল নেতা নেত্রী কর্মী সমর্থকদের নিয়ে।

 

একুশে জুলাই প্রস্তুতি সভা শুরু হল। গত ২ বছর করোনামারী কালে একুশে জুলাই হয়নি। এবার বড় করে আমরা এই একুশে জুলাই পালন করব। আগামী ২৩ এ পঞ্চায়েত, ২৪ শে লোকসভা ভোটের নেতা-কর্মী-সমর্থকদের সামনে রেখে আমরা লড়াইতে নামবো। অনেকদিন পরে এবার ধর্মতলায় একুশে জুলাই প্রকাশ্যে জনসভায় সুন্দরবন থেকে সীমান্ত কিভাবে নেতা-কর্মী-সমর্থকরা তারা এখান থেকে যাবে ।তার একটা রূপরেখা তৈরি হল। পাশাপাশি আগামী দিনের নেতৃত্ব দেন সেই নির্দেশকে অক্ষরে পালন করবেন। পঞ্চায়েতের লোকসভা ভোটে ঝাঁপিয়ে পড়বেন এবার একুশে জুলাই অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ।করোনা মহামারী কালে বিগত বছরগুলো একুশে জুলাই হয়নি। তাই এবারও মানুষের ঢল নামবে কলকাতার রাজপথে তা বলা বাহুল্য।

আরও পড়ুন – সুস্থ জেল্লাদার ত্বক পেতে সকালে ঘুম থেকে উঠে মেনে চলুন এই ছ’টি নিয়ম

উল্লেখ্য, বসিরহাটে একুশে জুলাই প্রস্তুতি, নুসরত রথিন, পার্থ রবীন্দ্রভবনে।। করোণা মহামারীর কালে একুশে জুলাই হয়নি এবার শুধু সময়ের অপেক্ষা, নুসরত বসিরহাটে তৃণমূল সাংগঠনিক জেলার উদ্যোগে বসিরহাট রবীন্দ্রভবনে ২১,শে জুলাই প্রস্তুতি সভা শুরু হলো যুব তৃণমূল যুব কংগ্রেসের। সাধারণ সম্পাদক সুরজিৎ মিত্র বাদল একুশে জুলাই প্রস্তুতি হল আজ যেখানে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, পার্থ ভৌমিক, বসিরহাটের সাংসদ নুসরাত জাহান উত্তর 24 পরগনার কার্যকরী সভাপতি নারায়ন গোস্বামী, ব্যারাকপুর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তী, বসিরহাট সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি সরোজ বন্দোপাধ্যায় চেয়ারম্যান হাজী নুরুল সহ তৃণমূল নেতা নেত্রী কর্মী সমর্থকদের নিয়ে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top