বন্ধ হয়েছে ক্যারী ব্যাগ ব্যবহার, তবে তৈরী বন্ধ হলেই শেষ হবে এই দূষণ, জানাচ্ছেন ব্যাবসায়ীয়রা। ইতিমধ্যে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার নির্দিষ্ট পরিমাপ ছাড়া প্লাস্টিক ক্যারী ব্যাগ ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে, জলপাইগুড়ির বিভিন্ন বাজারে এর প্রভাব লক্ষো করা গেলো শনিবার, বিক্রেতা রঞ্জু মন্ডল জানালেন, বিগত ১৫ দিন থেকেই দোকানে প্লাস্টিক ক্যারী ব্যাগ ব্যাবহার বন্ধ করে দিয়েছেন, কারণ পরিবেশের ক্ষতি হয় এই প্লাস্টিক ক্যারী ব্যাগে, তবে সরকার যদি এই পরিবেশ ধ্বংসকারী ক্যারী ব্যাগ তৈরী নিষিদ্ধ করে তাহলে আরো ভালো হয়।
( বাইট ). যদিও এখনই যে সবাই সচেতন হয়েছেন তাও নয়, কাজে বেরিয়ে সঙ্গে নেওয়া খাবার বক্স দিব্বি প্লাস্টিক ক্যারী ব্যাগে মুড়ে যাচ্ছিলেন এক নাগরিক, সংবাদ মাধ্যমের নজরে আসতেই ব্যবহারকারীর সোজাসাপ্টা জবাব ভুল করে নিয়ে এসেছি এখনই ফেলে দিচ্ছি (বাইট 2). ঠিক এমন ভাবেই নিষিদ্ধ প্লাস্টিকের ক্যারী ব্যাগ নিয়ে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া পাওয়া গেলো শহরের সাধারণ মানুষ সহ ক্রেতা বিক্রেতাদের কাছ থেকে। তবে কিছুটা হলেও যে মানুষ এই বিষয়ে সচেতন হচ্ছেন সেই ছবিও ধরা পরলো ক্যামেরায়, কাপড়ের ক্যারী ব্যাগে জিনিসপত্র বহন করতে দেখা মিললো বহু জায়গায়।
আরও পড়ুন – গুলিতে খুন যুবক, তীব্র উত্তেজনা ভাটপাড়ার বাকরমহল্লায়
উল্লেখ্য, ইতিমধ্যে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার নির্দিষ্ট পরিমাপ ছাড়া প্লাস্টিক ক্যারী ব্যাগ ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে, জলপাইগুড়ির বিভিন্ন বাজারে এর প্রভাব লক্ষো করা গেলো শনিবার, বিক্রেতা রঞ্জু মন্ডল জানালেন, বিগত ১৫ দিন থেকেই দোকানে প্লাস্টিক ক্যারী ব্যাগ ব্যাবহার বন্ধ করে দিয়েছেন, কারণ পরিবেশের ক্ষতি হয় এই প্লাস্টিক ক্যারী ব্যাগে, তবে সরকার যদি এই পরিবেশ ধ্বংসকারী ক্যারী ব্যাগ তৈরী নিষিদ্ধ করে তাহলে আরো ভালো হয়। ( বাইট ). যদিও এখনই যে সবাই সচেতন হয়েছেন তাও নয়, কাজে বেরিয়ে সঙ্গে নেওয়া খাবার বক্স দিব্বি প্লাস্টিক ক্যারী ব্যাগে মুড়ে যাচ্ছিলেন এক নাগরিক, সংবাদ মাধ্যমের নজরে আসতেই ব্যবহারকারীর সোজাসাপ্টা জবাব ভুল করে নিয়ে এসেছি এখনই ফেলে দিচ্ছি (বাইট 2).
ঠিক এমন ভাবেই নিষিদ্ধ প্লাস্টিকের ক্যারী ব্যাগ নিয়ে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া পাওয়া গেলো শহরের সাধারণ মানুষ সহ ক্রেতা বিক্রেতাদের কাছ থেকে। তবে কিছুটা হলেও যে মানুষ এই বিষয়ে সচেতন হচ্ছেন সেই ছবিও ধরা পরলো ক্যামেরায়, কাপড়ের ক্যারী ব্যাগে জিনিসপত্র বহন করতে দেখা মিললো বহু জায়গায়।