খুঁটি পূজার মধ্য দিয়ে 2022 এর দুর্গাপূজার শুভ সূচনা করলেন দেশপ্রিয় পার্ক। দক্ষিণ কলকাতা ঐতিহ্যশালী দুর্গাপূজার মধ্যে যেসব পূজা বারোয়ারি তাদের মধ্যে অন্যতম দেশপ্রিয় পার্ক এবার তারা ৮৫ বছরে পদার্পণ করল! আজ রবিবার তাদের খুঁটি পূজার মধ্য দিয়ে 2022 এর দুর্গাপূজার শুভ সূচনা করলেন! যদিও গত তিন মাস আগে তাদের প্রতি শুরু হয়ে গেছে আজ আনুষ্ঠানিকভাবে তার সূচনা হলো!
এবছরের দুর্গাপুজো অন্য একটি মাত্র দিচ্ছে ইউনেস্ক হেরিটেজ তকমা পেয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজ ো বলে বিবেচিত করেছেন! সেই সঙ্গে গত দু’বছর থেকে যে মহামারী করোনা সংক্রামক ছিল! সেই কারণে দূর্গা পূজো কিছুটা ম্লানি দেখা যায় কিন্তু এবার সময় আবার ফিরে আসতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ পূজা দুর্গা পূজা! তাই দেশপ্রিয় পার্ক এবারে একটু অন্য চমক থাকবে বলেও তার বারবারির পক্ষ থেকে জানানো হচ্ছে, কিন্তু মন্ডপ ভাবনায় যেটা থাকবে দক্ষিণ কলকাতার অন্যতম পুজো হিসেবে গণ্য হবে বলো তারাও জানান এবার ঐতিহ্যশালী হেরিটেজ দুর্গাপূজা করে নেবে বলে তোর আশাবাদী তাদের মন্ডপ ভাবনায়!
আরও পড়ুন – বাড়িতে বসে নিষিদ্ধ কাফ সিরারের ব্যবসা, ধৃত মহিলা
উল্লেখ্য, দক্ষিণ কলকাতা ঐতিহ্যশালী দুর্গাপূজার মধ্যে যেসব পূজা বারোয়ারি তাদের মধ্যে অন্যতম দেশপ্রিয় পার্ক এবার তারা ৮৫ বছরে পদার্পণ করল! আজ রবিবার তাদের খুঁটি পূজার মধ্য দিয়ে 2022 এর দুর্গাপূজার শুভ সূচনা করলেন! যদিও গত তিন মাস আগে তাদের প্রতি শুরু হয়ে গেছে আজ আনুষ্ঠানিকভাবে তার সূচনা হলো! এবছরের দুর্গাপুজো অন্য একটি মাত্র দিচ্ছে ইউনেস্ক হেরিটেজ তকমা পেয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজ ো বলে বিবেচিত করেছেন!
সেই সঙ্গে গত দু’বছর থেকে যে মহামারী করোনা সংক্রামক ছিল! সেই কারণে দূর্গা পূজো কিছুটা ম্লানি দেখা যায় কিন্তু এবার সময় আবার ফিরে আসতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ পূজা দুর্গা পূজা! তাই দেশপ্রিয় পার্ক এবারে একটু অন্য চমক থাকবে বলেও তার বারবারির পক্ষ থেকে জানানো হচ্ছে, কিন্তু মন্ডপ ভাবনায় যেটা থাকবে দক্ষিণ কলকাতার অন্যতম পুজো হিসেবে গণ্য হবে বলো তারাও জানান এবার ঐতিহ্যশালী হেরিটেজ দুর্গাপূজা করে নেবে বলে তোর আশাবাদী তাদের মন্ডপ ভাবনায়!