বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে চাঁচলে আশা কর্মীদের বিক্ষোভ। একধিক দাবি দাবার ভীতিতে এআই ইউটিইউসি অনুমোদিত পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে ১৮ দফা দাবী নিয়ে চাঁচল-১ বিএমওএইচ -এর কাছে ডেপুটেশন দেওয়া হলো মঙ্গলবার। এই দিন চাঁচল হাট থেকে শতাধিক আশাকর্মীর মিছিল বের হযে চাঁচল বাসস্ট্যান্ড দিয়ে উত্তরবঙ্গ বাস ডিপো হয়ে বিএমওএইচ দপ্তরে গিয়ে ডেপুটেশন দেওয়া হয়। হাজির ছিলেন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের জেলা সম্পাদিকা মেহেবুবা খাতুন, জেলা সভাপতি কাকলি রায় চাঁচল ব্লক সম্পাদিকা মর্জিনা খাতুন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আশা কর্মীদের দাবি,আমাদের স্বাস্থ্য কর্মী হিসেবে স্বীকৃতি দিতে হবে, নার্সদের স্বাস্থ্য কর্মীদের সাথে ভালো আচরণ করতে হবে, ইনসেপটিভ সময়মতো দিতে হবে পাশাপাশি বেতন বৃদ্ধির দাবিসহ একাধিক দাবি নিয়ে এই দিন তারা চাঁচল ১ নং ব্লক স্বাস্থ্য আধিকারিকের হাতে একটু স্বারক লিপি তুলে দেন। আশা কর্মীদের দাবি গুলি পূরণের আশ্বাস বাণী শুনিয়েছেন চাঁচলের ব্লক স্বাস্থ্য আধিকারিক আক্তার হোসেন। তিনি বলেন সমস্ত দাবীগুলি শোনেন এবং উচ্চতর কর্তৃপক্ষকে অবহিত করবো। দ্রুত তাদের সমস্যা সমাধান হবে।
আরও পড়ুন – উত্তরের ফিল্মসিটি নিয়ে আশার ইঙ্গিত মিমি চক্রবর্তীর
উল্লেখ্য, একধিক দাবি দাবার ভীতিতে এআই ইউটিইউসি অনুমোদিত পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে ১৮ দফা দাবী নিয়ে চাঁচল-১ বিএমওএইচ -এর কাছে ডেপুটেশন দেওয়া হলো মঙ্গলবার। এই দিন চাঁচল হাট থেকে শতাধিক আশাকর্মীর মিছিল বের হযে চাঁচল বাসস্ট্যান্ড দিয়ে উত্তরবঙ্গ বাস ডিপো হয়ে বিএমওএইচ দপ্তরে গিয়ে ডেপুটেশন দেওয়া হয়। হাজির ছিলেন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের জেলা সম্পাদিকা মেহেবুবা খাতুন, জেলা সভাপতি কাকলি রায় চাঁচল ব্লক সম্পাদিকা মর্জিনা খাতুন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আশা কর্মীদের দাবি,আমাদের স্বাস্থ্য কর্মী হিসেবে স্বীকৃতি দিতে হবে, নার্সদের স্বাস্থ্য কর্মীদের সাথে ভালো আচরণ করতে হবে, ইনসেপটিভ সময়মতো দিতে হবে পাশাপাশি বেতন বৃদ্ধির দাবিসহ একাধিক দাবি নিয়ে এই দিন তারা চাঁচল ১ নং ব্লক স্বাস্থ্য আধিকারিকের হাতে একটু স্বারক লিপি তুলে দেন। আশা কর্মীদের দাবি গুলি পূরণের আশ্বাস বাণী শুনিয়েছেন চাঁচলের ব্লক স্বাস্থ্য আধিকারিক আক্তার হোসেন। তিনি বলেন সমস্ত দাবীগুলি শোনেন এবং উচ্চতর কর্তৃপক্ষকে অবহিত করবো। দ্রুত তাদের সমস্যা সমাধান হবে।