মোদীকে কটাক্ষ বাম নেতা সুশান্ত ঘোষের

মোদীকে কটাক্ষ বাম নেতা সুশান্ত ঘোষের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মোদীকে কটাক্ষ বাম নেতা সুশান্ত ঘোষের । নির্বাচনের আগে নরেন্দ্র মোদী স্বপ্নের সওদাগর হয়ে আচ্ছে দিন নিয়ে আসবার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি শিল্পের সমস্যা, দুর্নীতির সমস্যা, কৃষকের সমস্যা বলতে গেলে সব সমস্যা মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আচ্ছে দিন আনবেন বলেছিলেন আর এখন সেখানে গ্যাসের দাম, কেরোসিনের দাম অস্বাভাবিক ভাবে বেড়ে গেছে।” ব্যারাকপুরে এক জন সভায় অংশ নিতে এসে এভাবেই মূল্য বৃদ্ধি প্রসঙ্গে নরেন্দ্র মোদী কে কটাক্ষ করলেন বাম নেতা তথা প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ।

“যাহাই তৃণমূল তাহাই বিজেপি ” আবার একবার তৃণমূল ও বিজেপি কে এক বলে অভিযোগ করলেন বাম নেতা সুশান্ত ঘোষ। সোমবার রাতে ব্যারাকপুর বামেদের এক সভায় অংশ নিতে এসে বাম নেতা তথা বাম আমলের মন্ত্রী সুশান্ত ঘোষ বিস্ফোরক অভিযোগ করে বলেন ” তৃণমূলের জন্ম যাদের পরামর্শে, যাদের সহযোগিতায় হয়েছে তারা হল আর এস এস আর এরাই বিজেপি দল কে চালনা করে , তাই বিজেপি আর তৃণমূল আদতে একটা দল।”

আরও পড়ুন – ম্যানগ্রোভ রক্ষা করতে সুন্দরবনের নদীর পাড়ে জালের বেড়া

উল্লেখ্য, নির্বাচনের আগে নরেন্দ্র মোদী স্বপ্নের সওদাগর হয়ে আচ্ছে দিন নিয়ে আসবার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি শিল্পের সমস্যা, দুর্নীতির সমস্যা, কৃষকের সমস্যা বলতে গেলে সব সমস্যা মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আচ্ছে দিন আনবেন বলেছিলেন আর এখন সেখানে গ্যাসের দাম, কেরোসিনের দাম অস্বাভাবিক ভাবে বেড়ে গেছে।” ব্যারাকপুরে এক জন সভায় অংশ নিতে এসে এভাবেই মূল্য বৃদ্ধি প্রসঙ্গে নরেন্দ্র মোদী কে কটাক্ষ করলেন বাম নেতা তথা প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ।

 

“যাহাই তৃণমূল তাহাই বিজেপি ” আবার একবার তৃণমূল ও বিজেপি কে এক বলে অভিযোগ করলেন বাম নেতা সুশান্ত ঘোষ। সোমবার রাতে ব্যারাকপুর বামেদের এক সভায় অংশ নিতে এসে বাম নেতা তথা বাম আমলের মন্ত্রী সুশান্ত ঘোষ বিস্ফোরক অভিযোগ করে বলেন ” তৃণমূলের জন্ম যাদের পরামর্শে, যাদের সহযোগিতায় হয়েছে তারা হল আর এস এস আর এরাই বিজেপি দল কে চালনা করে , তাই বিজেপি আর তৃণমূল আদতে একটা দল।” সুশান্ত ঘোষের

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top