স্বামীর পরকীয়ার জেরে আত্মঘাতী হলেন স্ত্রী। মৃত বধূর নাম ঝুলন মন্ডল বয়স আনুমানিক ২৮ বছর জানা যায় স্বামী দেবদূত মন্ডল তার এক প্রতিবেশী মহিলার সাথে পরকিয়ায় জড়িয়ে পড়েনএবং গত ১৮ জুলাই পরকীয়া মহিলাকে বাড়িতে ডেকে এনে তার মাথায় সিঁদুর দেয় এবং এই ঘটনা স্ত্রী ঝুলন মন্ডলের সামনেই ঘটান স্বামী দেবদূত মন্ডল আরো জানা যায় ওই পরকীয়া মহিলাকে নিয়ে দীর্ঘক্ষণ ঘরের দরজা বন্ধ করে থাকায় স্ত্রী ঝুলন মন্ডল ঘরের মধ্যে ঢুকে বিষ খাখায়।
আজ ২০ শে জুলাই তার মৃতদেহ সিমডাল গ্রামে এসে পৌঁছালে কান্নায় ভেঙে পড়ে আত্মীয় পরিজন এবং গ্রামবাসীরা গ্রামবাসীরা আমাদের প্রতিক্রিয়া দিয়ে জানান দীর্ঘদিন ধরেই অবৈধ সম্পর্ক চলছিল এমনকি কর্মসূচি দেবদূত মন্ডল বাইরে থাকায় তার ফোন অধিকাংশ সময়ই ব্যস্ত থাকতো। আর বাড়িতে চলত অশান্তি এবং স্বামীর এই পরকীয়া সহ্য করতে না পেরে আত্মঘাতী হলেন নববধূ। এ ব্যাপারে পরকীয়া মহিলা প্রিয়া মন্ডলের কোন প্রতিক্রিয়া মেলেনি।
আরও পড়ুন – শুভেন্দু অধিকারী আগে নিজের লোকেদের সামলাক
উল্লেখ্য, স্বামীর পরকীয়ার জেরে আত্মঘাতী হলেন স্ত্রী। মৃত বধূর নাম ঝুলন মন্ডল বয়স আনুমানিক ২৮ বছর জানা যায় স্বামী দেবদূত মন্ডল তার এক প্রতিবেশী মহিলার সাথে পরকিয়ায় জড়িয়ে পড়েনএবং গত ১৮ জুলাই পরকীয়া মহিলাকে বাড়িতে ডেকে এনে তার মাথায় সিঁদুর দেয় এবং এই ঘটনা স্ত্রী ঝুলন মন্ডলের সামনেই ঘটান স্বামী দেবদূত মন্ডল আরো জানা যায় ওই পরকীয়া মহিলাকে নিয়ে দীর্ঘক্ষণ ঘরের দরজা বন্ধ করে থাকায় স্ত্রী ঝুলন মন্ডল ঘরের মধ্যে ঢুকে বিষ খাখায়।
আজ ২০ শে জুলাই তার মৃতদেহ সিমডাল গ্রামে এসে পৌঁছালে কান্নায় ভেঙে পড়ে আত্মীয় পরিজন এবং গ্রামবাসীরা গ্রামবাসীরা আমাদের প্রতিক্রিয়া দিয়ে জানান দীর্ঘদিন ধরেই অবৈধ সম্পর্ক চলছিল এমনকি কর্মসূচি দেবদূত মন্ডল বাইরে থাকায় তার ফোন অধিকাংশ সময়ই ব্যস্ত থাকতো। আর বাড়িতে চলত অশান্তি এবং স্বামীর এই পরকীয়া সহ্য করতে না পেরে আত্মঘাতী হলেন নববধূ। এ ব্যাপারে পরকীয়া মহিলা প্রিয়া মন্ডলের কোন প্রতিক্রিয়া মেলেনি