টাওয়ার বসানোর নাম করে প্রতারণা, গ্রেফতার এক যুবক । টাওয়ার বসানোর নাম করে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেফতার করলো বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিশ । উত্তর ২৪ পরগনা গাইঘাটার মাটিকুমড়ার বাসিন্দা মামনি দাসের কাছে ২০২১ সালের ২২ শে ডিসেম্বর রিলায়েন্স জিওর নাম করে ফোন করে টাওয়ার বাসাতে পাস্তাব দেয় । তার কাছে ৬৮ হাজার টাকা দাবি করে । এবং তাকে বলা হয় এককালীন ২৫ হাজার টাকা, একজনারের চাকরি ও ২০ হাজার টাকা করে মাসে পাবেন ।
২৩ ডিসেম্বর সাগর দাসের দোকান থেকে বিকে এন্টারপ্রাইজের নামে ১০৫৬০ অনলাইনে পাঠায় মামনি দাস । বিকে এন্টারপ্রাইজের মালিক কৌশিক পাল । মামনি দাস পরে বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন এবং বনগাঁ সাইবার ক্রাইম থানায় ১৫ -০১-২০২২ অভিযোগ করে । অভিযোগ পেয়ে তদন্তে নেমে গতকাল গোপন সূত্রে খবর পেয়ে বারাসাত থেকে কৌশিক পালকে গ্রেপ্তার করে বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিশ । ধৃত কৌশিক পালকে আজ বনগা মহাকুমা আদালতে পাঠিয়েছে বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিশ ।
আরও পড়ুন – টাকার বস্তার প্রতিক পুড়িয়ে ধিক্কার মিছিল
উল্লেখ্য, টাওয়ার বসানোর নাম করে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেফতার করলো বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিশ । উত্তর ২৪ পরগনা গাইঘাটার মাটিকুমড়ার বাসিন্দা মামনি দাসের কাছে ২০২১ সালের ২২ শে ডিসেম্বর রিলায়েন্স জিওর নাম করে ফোন করে টাওয়ার বাসাতে পাস্তাব দেয় । তার কাছে ৬৮ হাজার টাকা দাবি করে । এবং তাকে বলা হয় এককালীন ২৫ হাজার টাকা, একজনারের চাকরি ও ২০ হাজার টাকা করে মাসে পাবেন ।
২৩ ডিসেম্বর সাগর দাসের দোকান থেকে বিকে এন্টারপ্রাইজের নামে ১০৫৬০ অনলাইনে পাঠায় মামনি দাস । বিকে এন্টারপ্রাইজের মালিক কৌশিক পাল । মামনি দাস পরে বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন এবং বনগাঁ সাইবার ক্রাইম থানায় ১৫ -০১-২০২২ অভিযোগ করে । অভিযোগ পেয়ে তদন্তে নেমে গতকাল গোপন সূত্রে খবর পেয়ে বারাসাত থেকে কৌশিক পালকে গ্রেপ্তার করে বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিশ । ধৃত কৌশিক পালকে আজ বনগা মহাকুমা আদালতে পাঠিয়েছে বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিশ ।