এগরা ২ ব্লকের দুবদা বেসিন এলাকা যেন শুধুই প্রতিশ্রুতি, কিন্তু বাস্তবে তা শূন্য। প্রতিশ্রুতি দিয়েও সেই প্রতিশ্রুতি রাখা হয়নি। ভোট আসে ভোট যায় তবুও খাল সংস্কার আর হয় না। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের দুবদা বেসিন এলাকা যেন শুধুই প্রতিশ্রুতি। কিন্তু বাস্তবে তা শূন্য। দুবদা বেসিন এলাকায় নিকাশি খাল সংস্কারে দাবী বহুদিনের। বারংবার পঞ্চায়েত থেকে ব্লক, পঞ্চায়েত সমিতি থেকে জেলা পরিষদের দরজায় কড়া নাড়লেও কাজের কাজ কিছুই হয়নি।
হচ্ছে হবে দেখছি বলেই দায় সেরেছেন সকলে। উল্লেখ্য, ২০১৯ সাল থেকেই দুবদা বেসিন এলাকায় জল নিকাশি ঠিকঠাক না থাকায় এবং খাল সংস্কার না হওয়ায় বর্ষাকালে বৃষ্টি হলেই জলমগ্ন বিঘার পর বিঘা চাষজমি এবং ঘরবাড়ি। দুবদা বেসিন এলাকায় প্রায় ২০ -২২ টি গ্রামের মানুষের খুবই অসহায় অবস্থা। এই ঘটনার পুনরাবৃত্তি প্রতিবছর। এদিন খাল সংস্কার ও জ্লনিকাশির দাবিতে এগরা ২ বিডিও অফিসের সামনে গেটে তালা ঝুলিয়ে অবস্থান বিক্ষোভ দেখালো কয়েকশো মানুষ।
স্থানীয়দের অভিযোগ, এ বিষয়ে বারংবার ব্লক প্রশাসনকে জানিয়েও মেলেনি কোনো সুরাহা। তাই দুবদা বেসিন এলাকার মানুষেরা বালিঘাই সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয়ের সামনে ক্ষোভে ফেটে পড়েন। অবিলম্বে সমস্যার দ্রুত সমাধান না হলে আগামীদিনে বৃহত্তর গণ আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। এ বিষয়ে এগরা ২ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক কৌশিষ রায় জানিয়েছেন, আমরা বিষয়টি দেখছি। অবিলম্বে সমস্যার সমাধান করা হবে।
আরও পড়ুন – মাঠে পড়ে থাকা তারে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে এক মহিলার মৃত্যু
উল্লেখ্য, প্রতিশ্রুতি দিয়েও সেই প্রতিশ্রুতি রাখা হয়নি। ভোট আসে ভোট যায় তবুও খাল সংস্কার আর হয় না। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের দুবদা বেসিন এলাকা যেন শুধুই প্রতিশ্রুতি। কিন্তু বাস্তবে তা শূন্য। দুবদা বেসিন এলাকায় নিকাশি খাল সংস্কারে দাবী বহুদিনের। বারংবার পঞ্চায়েত থেকে ব্লক, পঞ্চায়েত সমিতি থেকে জেলা পরিষদের দরজায় কড়া নাড়লেও কাজের কাজ কিছুই হয়নি। হচ্ছে হবে দেখছি বলেই দায় সেরেছেন সকলে।
উল্লেখ্য, ২০১৯ সাল থেকেই দুবদা বেসিন এলাকায় জল নিকাশি ঠিকঠাক না থাকায় এবং খাল সংস্কার না হওয়ায় বর্ষাকালে বৃষ্টি হলেই জলমগ্ন বিঘার পর বিঘা চাষজমি এবং ঘরবাড়ি। দুবদা বেসিন এলাকায় প্রায় ২০ -২২ টি গ্রামের মানুষের খুবই অসহায় অবস্থা। এই ঘটনার পুনরাবৃত্তি প্রতিবছর। এদিন খাল সংস্কার ও জ্লনিকাশির দাবিতে এগরা ২ বিডিও অফিসের সামনে গেটে তালা ঝুলিয়ে অবস্থান বিক্ষোভ দেখালো কয়েকশো মানুষ। স্থানীয়দের অভিযোগ, এ বিষয়ে বারংবার ব্লক প্রশাসনকে জানিয়েও মেলেনি কোনো সুরাহা।