বেআইনিভাবে ওষুধ মজুত করে বিক্রির অভিযোগে ধৃত ২। বেআইনিভাবে ওষুধ মজুত করে বিক্রি করার অভিযোগে দু’জন গ্রামীণ ভুয়ো ডাক্তারকে গ্রেফতার করলো পুলিশ। কালনার পূর্বস্থলীর লক্ষ্মীপুরের মিসবাপুর এলাকা থেকে গ্রেফতার করল ডিস্ট্রিক এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। বুধবার, ধৃতদের কালনা মহকুমা আদালতে পেশ করে পুলিশ।
মঙ্গলবার, গোলাম কিবরিয়া শেখ ও মোকাবিল মণ্ডল ওরফে সুশীলের লক্ষ্মীপুর স্টেশন রোড সংলগ্ন দোকানে হানা দেয় এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। তাদের কাছে আধিকারিকরা জানতে চান তাঁদের কোনো ওষুধ বিক্রির লাইসেন্স রয়েছে কিনা। তাঁরা কোনরকম ওষুধ স্টক করা এবং ওষুধ বিক্রি করার লাইসেন্স দেখাতে না পারায় বিভিন্ন রকমের ওষুধ, ট্যাবলেট, সিরাপ সিজ করে ডিস্ট্রিক এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। বুধবার, ধৃতদের কালনা আদালতে পেশ করে পুলিশ।
আরও পড়ুন – ট্যাবলেটে দুর্গা মুর্তি বানিয়ে জাতীয়স্তরে পুরস্কৃত হল বীরভূমের প্রসেনজিৎ
উল্লেখ্য, বেআইনিভাবে ওষুধ মজুত করে বিক্রির অভিযোগে ধৃত ২। বেআইনিভাবে ওষুধ মজুত করে বিক্রি করার অভিযোগে দু’জন গ্রামীণ ভুয়ো ডাক্তারকে গ্রেফতার করলো পুলিশ। কালনার পূর্বস্থলীর লক্ষ্মীপুরের মিসবাপুর এলাকা থেকে গ্রেফতার করল ডিস্ট্রিক এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। বুধবার, ধৃতদের কালনা মহকুমা আদালতে পেশ করে পুলিশ। মঙ্গলবার, গোলাম কিবরিয়া শেখ ও মোকাবিল মণ্ডল ওরফে সুশীলের লক্ষ্মীপুর স্টেশন রোড সংলগ্ন দোকানে হানা দেয় এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। তাদের কাছে আধিকারিকরা জানতে চান তাঁদের কোনো ওষুধ বিক্রির লাইসেন্স রয়েছে কিনা।
তাঁরা কোনরকম ওষুধ স্টক করা এবং ওষুধ বিক্রি করার লাইসেন্স দেখাতে না পারায় বিভিন্ন রকমের ওষুধ, ট্যাবলেট, সিরাপ সিজ করে ডিস্ট্রিক এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। বুধবার, ধৃতদের কালনা আদালতে পেশ করে পুলিশ।