মোবাইলে গঙ্গায় বানের ভিডিও তুলতে গিয়ে বানের তোড়ে তলিয়ে গেলেন এক যুবক

মোবাইলে গঙ্গায় বানের ভিডিও তুলতে গিয়ে বানের তোড়ে তলিয়ে গেলেন এক যুবক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মোবাইলে গঙ্গায় বানের ভিডিও তুলতে গিয়ে বানের তোড়ে তলিয়ে গেলেন এক যুবক। বেলুড়ের জগন্নাথ ঘাটে বুধবার দুপুরে বানের ধাক্কায় ভেসে যান বছর কুড়ির যুবক শাহীদ আলি। তিনি বেলুড়ের স্থানীয় জয়বিবি লেন ভোটবাগানের বাসিন্দা। গঙ্গায় বান আসার সময় ঘাটের একদম ধারে দাঁড়িয়ে তিনি বানের ভিডিও করছিলেন। ভরা বর্ষায় বানের তীব্রতা সম্বন্ধে তার ধারণা ছিলনা।

 

আচমকাই বিশালাকায় বান তাকে ধাক্কা মেরে ভাসিয়ে নিয়ে চলে যায়। সঙ্গে সঙ্গে জলে তলিয়ে যান তিনি। স্থানীয় এক যুবক তা দেখে ঝাঁপ মেরে শাহীদকে বাঁচাবার চেষ্টা করলেও পারেননি। এদিনের ঘটনার প্রত্যক্ষদর্শী জামশেদ জানান, গঙ্গায় বান এসেছিল। ওখানে শাহীদ ভিডিও করছিল। ফিরতি বান এসে ওকে টেনে নিয়ে যায়। স্থানীয় এক যুবক জলে নেমে ওকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। কিন্তু পারেননি। ডুবে যাওয়া যুবকের বয়স প্রায় ২০ বছর। ওকে অনেকবার বারণ করা হয়েছিল। কিন্তু কারও কথা সে শোনেনি। প্রথমে বানে তাকে টেনে নেয় এবং পরের বানে তাকে নিয়ে চলে যায়। এদিন দুপুর সাড়ে ১২টা নাগাদ ঘটনাটি ঘটে।

আরও পড়ুন – এক কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

উল্লেখ্য, মোবাইলে গঙ্গায় বানের ভিডিও তুলতে গিয়ে বানের তোড়ে তলিয়ে গেলেন এক যুবক। বেলুড়ের জগন্নাথ ঘাটে বুধবার দুপুরে বানের ধাক্কায় ভেসে যান বছর কুড়ির যুবক শাহীদ আলি। তিনি বেলুড়ের স্থানীয় জয়বিবি লেন ভোটবাগানের বাসিন্দা। গঙ্গায় বান আসার সময় ঘাটের একদম ধারে দাঁড়িয়ে তিনি বানের ভিডিও করছিলেন। ভরা বর্ষায় বানের তীব্রতা সম্বন্ধে তার ধারণা ছিলনা। আচমকাই বিশালাকায় বান তাকে ধাক্কা মেরে ভাসিয়ে নিয়ে চলে যায়। সঙ্গে সঙ্গে জলে তলিয়ে যান তিনি।

 

স্থানীয় এক যুবক তা দেখে ঝাঁপ মেরে শাহীদকে বাঁচাবার চেষ্টা করলেও পারেননি। এদিনের ঘটনার প্রত্যক্ষদর্শী জামশেদ জানান, গঙ্গায় বান এসেছিল। ওখানে শাহীদ ভিডিও করছিল। ফিরতি বান এসে ওকে টেনে নিয়ে যায়। স্থানীয় এক যুবক জলে নেমে ওকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। কিন্তু পারেননি। ডুবে যাওয়া যুবকের বয়স প্রায় ২০ বছর। ওকে অনেকবার বারণ করা হয়েছিল। কিন্তু কারও কথা সে শোনেনি। প্রথমে বানে তাকে টেনে নেয় এবং পরের বানে তাকে নিয়ে চলে যায়। এদিন দুপুর সাড়ে ১২টা নাগাদ ঘটনাটি ঘটে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top