যৌনতায় লিপ্ত না হওয়ার ‘অপরাধে’ চরম হেনস্থার শিকার দুই রূপান্তরকামী, গ্রেপ্তার ২। দিনের আলোয় খেতের ধারে তাঁদের উপর চলল নির্যাতন। মারধরের পর জোর করে তাঁদের চুল কেটে দিল দুই যুবক। গোটা ঘটনাটির ভিডিওটি করে এক যুবক। রূপান্তরকামীদের হুমকি দিয়ে সে এও বলে, এরপর থেকে যদি কেউ তাদের যৌনসুখ দিতে না চায়, তাঁদের অবস্থাও এঁদের মতোই করা হবে!
ভিডিওটি নেট মাধ্যমে পোস্ট করেন রূপান্তরকামী-কর্মী গ্রেস বানু। তাঁর পোস্টটিই তুমুল ভাইরাল হয়। ঘটনাটি তামিলনাড়ু পুলিশের নজরে পড়তেই তদন্ত শুরু হয়। জানা গেছে, দুই নির্যাতিতা এই ঘটনার পর শহর ছেড়ে পালিয়ে যান। রূপান্তরকামীদের চরম হেনস্থা করায় দুই যুবক যুব ভুবন ও বিজয়কে গ্রেপ্তার করেছে পুলিশ।
আরও পড়ুন- পেনশন না পাওয়ার দাবিতে বিক্ষোভ দেখালেন পেনশন প্রাপকরা
উল্লেখ্য, দিনের আলোয় খেতের ধারে তাঁদের উপর চলল নির্যাতন। মারধরের পর জোর করে তাঁদের চুল কেটে দিল দুই যুবক। গোটা ঘটনাটির ভিডিওটি করে এক যুবক। রূপান্তরকামীদের হুমকি দিয়ে সে এও বলে, এরপর থেকে যদি কেউ তাদের যৌনসুখ দিতে না চায়, তাঁদের অবস্থাও এঁদের মতোই করা হবে!
ভিডিওটি নেট মাধ্যমে পোস্ট করেন রূপান্তরকামী-কর্মী গ্রেস বানু। তাঁর পোস্টটিই তুমুল ভাইরাল হয়। ঘটনাটি তামিলনাড়ু পুলিশের নজরে পড়তেই তদন্ত শুরু হয়। জানা গেছে, দুই নির্যাতিতা এই ঘটনার পর শহর ছেড়ে পালিয়ে যান। রূপান্তরকামীদের চরম হেনস্থা করায় দুই যুবক যুব ভুবন ও বিজয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। যৌনতায় লিপ্ত