মুসলিম ধর্মীয় মহিলা জলসা ইসলাহে ভৌইস পিটা দারুল উলূম মাদ্রাসায়। উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানা এলাকায় এই প্রথম মুসলিম মহিলাদের নিয়ে একটি ইসলাম ধর্মীয় জলসার আয়োজন করা হয় ভোইস পিটা দারুল উলুম মাদ্রাসায় । রবিবার এই ধর্মীয় সম্মেলনে কয়েক হাজার মহিলা অংশ গ্রহণ করেন । ইসলাম ধর্মীয় নিয়ে মহিলাদের বেশ কিছু শিক্ষামূলক আলোচনার উপরে বক্তব্য রাখেন নাজনীন ফাতেমা সবিহানাজএবং উত্তর প্রদেশের আফরিন বানু সুলতানা প্রমুখ ।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চোপড়া পঞ্চায়েত সমিতির সদস্যা আসমত আরা বেগম , মুক্তি আব্রাহাম আলম মাওলানামঞ্জু আলম । আয়োজক কমিটির সম্পাদক জাহিদুল রহমান আইনুল হক জানান , ইসলাম ধর্মীয় মহিলাদের ধর্মীয় বিষয়ে চলা ফেরায় রিতি আদর্শ নিয়ে একদিনের একটি ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হয় ।এই সভায় মহিলা বক্তা দ্বারা মহিলাদের সু পরামর্শ দেওয়া হয় । চোপড়ায় এই প্রথম মহিলা জলসা ।
আরও পড়ুন – রায়দিঘীতে পুকুর থেকে উদ্ধার কুমির
উল্লেখ্য, উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানা এলাকায় এই প্রথম মুসলিম মহিলাদের নিয়ে একটি ইসলাম ধর্মীয় জলসার আয়োজন করা হয় ভোইস পিটা দারুল উলুম মাদ্রাসায় । রবিবার এই ধর্মীয় সম্মেলনে কয়েক হাজার মহিলা অংশ গ্রহণ করেন । ইসলাম ধর্মীয় নিয়ে মহিলাদের বেশ কিছু শিক্ষামূলক আলোচনার উপরে বক্তব্য রাখেন নাজনীন ফাতেমা সবিহানাজএবং উত্তর প্রদেশের আফরিন বানু সুলতানা প্রমুখ ।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চোপড়া পঞ্চায়েত সমিতির সদস্যা আসমত আরা বেগম , মুক্তি আব্রাহাম আলম মাওলানামঞ্জু আলম । আয়োজক কমিটির সম্পাদক জাহিদুল রহমান আইনুল হক জানান , ইসলাম ধর্মীয় মহিলাদের ধর্মীয় বিষয়ে চলা ফেরায় রিতি আদর্শ নিয়ে একদিনের একটি ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হয় । এই সভায় মহিলা বক্তা দ্বারা মহিলাদের সু পরামর্শ দেওয়া হয় । চোপড়ায় এই প্রথম মহিলা জলসা ।