তৃনমূলের ফালাকাটা টাউন ব্লক কমিটির উদ্যোগে বিজয়া সন্মিলনী। তৃনমূলের ফালাকাটা টাউন ব্লক কমিটির উদ্যোগে বিজয়া সন্মিলনী অনুষ্ঠিত হল। বৃহস্পতিবার স্থানীয় কমিউনিটি হলে আয়োজিত ওই অনুষ্ঠানে ফালাকাটা পুরসভার ১৮ টি ওয়ার্ডের সাতশোর বেশী দলীয় কর্মী সমর্থক যোগ দেন৷ বিজয়ার পাশাপাশি সাংঠনিক ও আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়েও বক্তব্য রাখেন তৃনমূল নেতৃত্ব৷
এদিনের অনুষ্ঠানে আইন মন্ত্রী মলয় ঘটক, তৃনমূলের জেলা সভাপতি প্রকাশ চিক বরাইক,টাউন ব্লক সভাপতি শুভব্রত দে,দলের জেলা চেয়ারম্যান মৃদুল গোস্বামী সহ অন্যন্যরা উপস্থিত ছিলেন৷এদিন অনুষ্ঠান অনুষ্ঠান মঞ্চে বিভিন্ন ওয়ার্ডের ২০ জন প্রবীন নেতৃত্বকে দলের তরফে সম্ভর্ধনা জানানো হয়। স্থানীয় শিল্পীদের দ্বারা পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও।অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে লাড্ডু খাইয়ে মিষ্টি মুখও করানো হয়৷এদিন জটেশ্বর সুকান্ত ভবনে তৃনমূলের গ্রামীন ব্লক কমিটির উদ্যোগেও অনুরূপ বিজয়া সন্মীলনী উৎসব আয়োজিত হয়েছে৷
আরও পড়ুন – দিলীপ বাবুর কাছে যেটি হাতি তৃণমূলের কাছে সেটি মশাঃ কুনাল
উল্লেখ্য, তৃনমূলের ফালাকাটা টাউন ব্লক কমিটির উদ্যোগে বিজয়া সন্মিলনী অনুষ্ঠিত হল। বৃহস্পতিবার স্থানীয় কমিউনিটি হলে আয়োজিত ওই অনুষ্ঠানে ফালাকাটা পুরসভার ১৮ টি ওয়ার্ডের সাতশোর বেশী দলীয় কর্মী সমর্থক যোগ দেন৷ বিজয়ার পাশাপাশি সাংঠনিক ও আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়েও বক্তব্য রাখেন তৃনমূল নেতৃত্ব৷
এদিনের অনুষ্ঠানে আইন মন্ত্রী মলয় ঘটক, তৃনমূলের জেলা সভাপতি প্রকাশ চিক বরাইক,টাউন ব্লক সভাপতি শুভব্রত দে,দলের জেলা চেয়ারম্যান মৃদুল গোস্বামী সহ অন্যন্যরা উপস্থিত ছিলেন৷এদিন অনুষ্ঠান অনুষ্ঠান মঞ্চে বিভিন্ন ওয়ার্ডের ২০ জন প্রবীন নেতৃত্বকে দলের তরফে সম্ভর্ধনা জানানো হয়। স্থানীয় শিল্পীদের দ্বারা পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও।অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে লাড্ডু খাইয়ে মিষ্টি মুখও করানো হয়৷এদিন জটেশ্বর সুকান্ত ভবনে তৃনমূলের গ্রামীন ব্লক কমিটির উদ্যোগেও অনুরূপ বিজয়া সন্মীলনী উৎসব আয়োজিত হয়েছে৷