নেতাজি পাড়া কালচারাল ক্লাবের বুর্জ খলিফা আকর্ষিত করবে দর্শনার্থীদের

নেতাজি পাড়া কালচারাল ক্লাবের বুর্জ খলিফা আকর্ষিত করবে দর্শনার্থীদের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নেতাজি পাড়া কালচারাল ক্লাবের বুর্জ খলিফা আকর্ষিত করবে দর্শনার্থীদের। ধূপগুড়ির নেতাজিপাড়া কালচারাল ক্লাব বরাবর শ্যামা পূজায় নিত্যনতুন ভাবনায় পূজা মন্ডপ সাজিয়ে তোলেন। এবারও তার ব্যতিক্রম নয়। ১১০ ফুট উচ্চতা ও ৬০ ফুট চওড়া বুর্জ খলিফার আদলে সেজে উঠছে এবারের পুজোর মন্ডপ। ধুপগুড়ি শহরে এই প্রথম বুর্জ খলিফা তৈরি করা হচ্ছে। এতেই বাজিমাত করবে ক্লাব কর্তৃপক্ষ মনে করছেন অনেকে। বুর্জ খলিফার প্রতি সকলের একটি বাড়তি আকর্ষণ রয়েছে।

 

এই আকর্ষণকে হাতিয়ার করে এবার সেরা পুজো হতে চাইছে নেতাজি পাড়া কালচারাল ক্লাব। এবছর তাদের শ্যামাপূজো ২৭ বছরে পদার্পণ করল। ঝা চকচকে মন্ডপের সঙ্গে আলোকসজ্জা মেলবন্ধন বাড়তি এক চমক দেবে ধুপগুড়িবাসীকে। মায়ের মূর্তি গড়ছে ধুপগুড়ির মৃৎশিল্পীরা। হাতেগোনা কয়েকটি দিন পরে শ্যামাপূজো তাই জোর কদমে চলছে প্রস্তুতি। আনুমানিক প্রায় ২৫ লক্ষ টাকা বাজেট ধরা হয়েছে।

 

২৩ শে অক্টোবর রবিবার নেতাজী পাড়া কালচারাল ক্লাবের পুজোর শুভ উদ্বোধন হবে। উদ্বোধন করবেন জি বাংলার ধারাবাহিক লক্ষ্মী কাকিমা সুপার স্টারের সিরিয়াল খ্যাত নামা অভিনেত্রী সারলী মোদক। ক্লাবের যুগ্ম সম্পাদক বাবলু চৌধুরী এবং শ্রীকুমার পাল বলেন, এবছর নেতাজী পাড়া কালচারাল ক্লাব বুর্জ খলিফা তৈরি করছে। এলমনিয়ামের সিট দিয়ে মন্ডপ তৈরি করা হচ্ছে। আশা করি সকল দর্শনার্থীদের ভালো লাগবে।

আরও পড়ুন – দীপাবলি ও শ্যামাপূজা নিয়ে রাজারহাট থানা কমিটির প্রশাসনিক বৈঠক

উল্লেখ্য, ধূপগুড়ির নেতাজিপাড়া কালচারাল ক্লাব বরাবর শ্যামা পূজায় নিত্যনতুন ভাবনায় পূজা মন্ডপ সাজিয়ে তোলেন। এবারও তার ব্যতিক্রম নয়। ১১০ ফুট উচ্চতা ও ৬০ ফুট চওড়া বুর্জ খলিফার আদলে সেজে উঠছে এবারের পুজোর মন্ডপ। ধুপগুড়ি শহরে এই প্রথম বুর্জ খলিফা তৈরি করা হচ্ছে। এতেই বাজিমাত করবে ক্লাব কর্তৃপক্ষ মনে করছেন অনেকে। বুর্জ খলিফার প্রতি সকলের একটি বাড়তি আকর্ষণ রয়েছে। এই আকর্ষণকে হাতিয়ার করে এবার সেরা পুজো হতে চাইছে নেতাজি পাড়া কালচারাল ক্লাব।

 

এবছর তাদের শ্যামাপূজো ২৭ বছরে পদার্পণ করল। ঝা চকচকে মন্ডপের সঙ্গে আলোকসজ্জা মেলবন্ধন বাড়তি এক চমক দেবে ধুপগুড়িবাসীকে। মায়ের মূর্তি গড়ছে ধুপগুড়ির মৃৎশিল্পীরা। হাতেগোনা কয়েকটি দিন পরে শ্যামাপূজো তাই জোর কদমে চলছে প্রস্তুতি। আনুমানিক প্রায় ২৫ লক্ষ টাকা বাজেট ধরা হয়েছে। ২৩ শে অক্টোবর রবিবার নেতাজী পাড়া কালচারাল ক্লাবের পুজোর শুভ উদ্বোধন হবে। উদ্বোধন করবেন জি বাংলার ধারাবাহিক লক্ষ্মী কাকিমা সুপার স্টারের সিরিয়াল খ্যাত নামা অভিনেত্রী সারলী মোদক।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top