জমে উঠেছে পালা গানের আসর ও মেলা। প্রতি বছরের মত এবারও কালী পূজা উপলক্ষে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের বেশ কয়েক জায়গায় জমে উঠেছে পালা গানের আসর এবং মেলা । বৃহস্পতিবার সকাল থেকে সোনাপুর অঞ্চলের ঘরু গছ লখাল দেবীর মেলা এবং পাঁচালী পালা গানের আসর বসে স্কুল মাঠে।
আয়োজক কমিটির পক্ষে দেবাশীষ সিংহ বন্ধন সিংহ এবং সুবল সিংহ রা জানান এবারে তাদের ১২৭ তম বর্ষ । পুরনো রীতি মেনে এখানে কালী পূজার পর গো পূজার দিন মেলা শুরু হয়, চলে দুইদিন ব্যাপি ।এখানকার বিশেষ আকর্ষণ পাঁচালী পালা গানের আসর । স্থানীয় রাজবংশী ভাষায় এই গান শুনতে ৮ থেকে ৮০ সকল বয়সের মানুষ আসর জমিয়ে রাখেন ।
বৃহস্পতিবার আসরে মঞ্চস্থ হয় দুই নৌকা এক মাঝি, ভন্ড সাধুর হবে ফাঁসি। এই গানের বৈশিষ্ট্য হলো ছেলেরাই মহিলা সেজে স্ত্রী চরিত্রে অভিনয় করেন। দলপতি অজয় পাল জানান,উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমার জনপ্রিয় পুরনো গান বলতে পাঁচালী পালা গান। এই এলাকায় এই গান শোনার জন্য মুখিয়ে থাকে এলাকার মানুষ। ঘরু গছ ছাড়াও গোয়াল টুলি আমবাড়ি জিয়াখুরি সহ বেশ কয়েক জায়গায় জমে উঠে কালী পূজা উপলক্ষে পাঁচালী পালা গানের আসর এবং মেলা।
আরও পড়ুন – আইজ্যাক লিটন: বাংলা ওয়েব সিরিজে ভিন্নধর্মী গল্পের সূচনা
উল্লেখ্য, প্রতি বছরের মত এবারও কালী পূজা উপলক্ষে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের বেশ কয়েক জায়গায় জমে উঠেছে পালা গানের আসর এবং মেলা । বৃহস্পতিবার সকাল থেকে সোনাপুর অঞ্চলের ঘরু গছ লখাল দেবীর মেলা এবং পাঁচালী পালা গানের আসর বসে স্কুল মাঠে। আয়োজক কমিটির পক্ষে দেবাশীষ সিংহ বন্ধন সিংহ এবং সুবল সিংহ রা জানান এবারে তাদের ১২৭ তম বর্ষ ।
পুরনো রীতি মেনে এখানে কালী পূজার পর গো পূজার দিন মেলা শুরু হয়, চলে দুইদিন ব্যাপি ।এখানকার বিশেষ আকর্ষণ পাঁচালী পালা গানের আসর । স্থানীয় রাজবংশী ভাষায় এই গান শুনতে ৮ থেকে ৮০ সকল বয়সের মানুষ আসর জমিয়ে রাখেন । বৃহস্পতিবার আসরে মঞ্চস্থ হয় দুই নৌকা এক মাঝি, ভন্ড সাধুর হবে ফাঁসি।
এই গানের বৈশিষ্ট্য হলো ছেলেরাই মহিলা সেজে স্ত্রী চরিত্রে অভিনয় করেন। দলপতি অজয় পাল জানান,উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমার জনপ্রিয় পুরনো গান বলতে পাঁচালী পালা গান। এই এলাকায় এই গান শোনার জন্য মুখিয়ে থাকে এলাকার মানুষ। ঘরু গছ ছাড়াও গোয়াল টুলি আমবাড়ি জিয়াখুরি সহ বেশ কয়েক জায়গায় জমে উঠে কালী পূজা উপলক্ষে পাঁচালী পালা গানের আসর এবং মেলা।