মাটিগাড়া-সেবক দীর্ঘ রাস্তার কাজ শুরু ডিসেম্বরে,উদ্বোধনে কেন্দ্রীয় মন্ত্রী

মাটিগাড়া-সেবক দীর্ঘ রাস্তার কাজ শুরু ডিসেম্বরে,উদ্বোধনে কেন্দ্রীয় মন্ত্রী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মাটিগাড়া-সেবক দীর্ঘ রাস্তার কাজ শুরু ডিসেম্বরে,উদ্বোধনে কেন্দ্রীয় মন্ত্রী। মাটিগাড়া-সেবক আর্মি ক্যাম্প অবধি এক হাজার কোটি টাকার চার লেনের রাস্তার শিল্যানাস করলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গড়কডী৷ শিবমন্দির এলাকা থেকে মাটিগাড়া হয়ে সেবকের করোনেশন অবধি ১৪ কিমি রাস্তার সঙ্গে নির্মিত হবে আরো ৬.৪কিমি একটি চার লেনের রাস্তাও।

 

যা নির্মিত হবে তিস্তার নদীর পাশ দিয়ে উদ্বোধনে সময় জানালেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী।এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব,এস জে ডি এ র চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী।এছাড়াও উপস্থিত ছিলেন দার্জিলিং লোকসভার সংসদ রাজু বিস্ত, বিধায়ক আনন্দ বর্মন, দুর্গা মুর্মু সহ বিশিষ্ট জন। সভা মঞ্চ থেকে কেন্দ্রীয় মন্ত্রী তিনি বলেন ,১৯৪১ সালে নির্মিত হয়েছিল তিস্তার উপর করোনেশন ব্রিজ।

 

যা বহুদিন হয়েছে।তাই চাপ কমাতে সেবক হয়ে বিকল্প রাস্তাও তৈরি হবে।এছাড়াও তিনি একাধিক প্রকল্পের কথা ঘোষণা করেন। যে প্রকল্পগুলির কাজ আগামী ডিসেম্বর মাস থেকে শুরু হলেও বেশ কিছু প্রকল্পের কাজ ২০২৩ থেকে শুরু হবে বলে জানান। শিলিগুড়ি এবং সংলগ্ন এলাকায় যানজট নিয়ন্ত্রণ সহ একাধিক সার্ভিস রোড ও মহানন্দার নদীর উপর আরো সেতু নির্মাণের উপর গুরুত্ব দেন তিনি দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দর নেমে তিনি সরাসরি শিলিগুড়ি দার্জিলিং মোড়ের কাছে উপস্থিত হন।

আরও পড়ুন – বাংলার নতুন রাজ্যপাল হল প্রাক্তন আইএএস সিভি আনন্দ বোস

উল্লেখ্য, মাটিগাড়া-সেবক আর্মি ক্যাম্প অবধি এক হাজার কোটি টাকার চার লেনের রাস্তার শিল্যানাস করলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গড়কডী৷ শিবমন্দির এলাকা থেকে মাটিগাড়া হয়ে সেবকের করোনেশন অবধি ১৪ কিমি রাস্তার সঙ্গে নির্মিত হবে আরো ৬.৪কিমি একটি চার লেনের রাস্তাও। যা নির্মিত হবে তিস্তার নদীর পাশ দিয়ে উদ্বোধনে সময় জানালেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী।

 

এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব,এস জে ডি এ র চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী।এছাড়াও উপস্থিত ছিলেন দার্জিলিং লোকসভার সংসদ রাজু বিস্ত, বিধায়ক আনন্দ বর্মন, দুর্গা মুর্মু সহ বিশিষ্ট জন। সভা মঞ্চ থেকে কেন্দ্রীয় মন্ত্রী তিনি বলেন ,১৯৪১ সালে নির্মিত হয়েছিল তিস্তার উপর করোনেশন ব্রিজ।যা বহুদিন হয়েছে।তাই চাপ কমাতে সেবক হয়ে বিকল্প রাস্তাও তৈরি হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top