শীত পড়তেই পরিযায়ীদের পাখিদের ভিড় বাড়ছে

শীত পড়তেই পরিযায়ীদের পাখিদের ভিড় বাড়ছে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

শীত পড়তেই পরিযায়ীদের পাখিদের ভিড় বাড়ছে। শীত পড়তেই ব্যান্ডেল রেল স্টেশন সংলগ্ন পাকুড়তলা ঝিলে পরিযায়ীদের পাখিদের ভিড় বাড়ছে। বিগত কয়েক বছর ধরে ঠান্ডার মরশুমে পরিযায়ীরা ভিড় জমায় এই ঝিলে। এবারেও তার অন্যথা হল না। কখনও দলবদ্ধ, কখনও আপন মনে পাকুড়তলা ঝিলে সাঁতরে বেড়ায় দেশ-বিদেশের পক্ষীকূল।প্রসঙ্গত,হুইসিলিং ডাক, পারপেল সোয়াম হেন সহ নানাবিধ পাখি এই ঝিলে শীতকালীন আস্তা গাড়ে। তবে এবছর অগুন্তি পাখির মধ্যেই আমাদের ক্যামেরায় একটি পার্পল হেরন অর্থাৎ বেগুনী বক ধরা পরেছে। বিশেষ ধরণের এই বক মূলতঃ আফ্রিকা ছাড়াও, মধ্য এবং দক্ষিণ ইউরোপের পাশাপাশি দক্ষিণ ও পূর্ব এশিয়ায় এই পাখি দেখতে পাওয়া যায়। পরিযায়ীদের নিয়েই এখন মেতে রয়েছেন ওই এলাকার মানুষ।

 

উল্লেখ্য, শীত পড়তেই পরিযায়ীদের পাখিদের ভিড় বাড়ছে। শীত পড়তেই ব্যান্ডেল রেল স্টেশন সংলগ্ন পাকুড়তলা ঝিলে পরিযায়ীদের পাখিদের ভিড় বাড়ছে। বিগত কয়েক বছর ধরে ঠান্ডার মরশুমে পরিযায়ীরা ভিড় জমায় এই ঝিলে। এবারেও তার অন্যথা হল না। কখনও দলবদ্ধ, কখনও আপন মনে পাকুড়তলা ঝিলে সাঁতরে বেড়ায় দেশ-বিদেশের পক্ষীকূল। প্রসঙ্গত, হুইসিলিং ডাক, পারপেল সোয়াম হেন সহ নানাবিধ পাখি এই ঝিলে শীতকালীন আস্তা গাড়ে। তবে এবছর অগুন্তি পাখির মধ্যেই আমাদের ক্যামেরায় একটি পার্পল হেরন অর্থাৎ বেগুনী বক ধরা পরেছে। বিশেষ ধরণের এই বক মূলতঃ আফ্রিকা ছাড়াও, মধ্য এবং দক্ষিণ ইউরোপের পাশাপাশি দক্ষিণ ও পূর্ব এশিয়ায় এই পাখি দেখতে পাওয়া যায়। পরিযায়ীদের নিয়েই এখন মেতে রয়েছেন ওই এলাকার মানুষ।

আরও পড়ুন –  ইউক্রেনজুড়ে নতুন করে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা শুরু করল রাশিয়া

উল্লেখ্য, শীত পড়তেই পরিযায়ীদের পাখিদের ভিড় বাড়ছে। শীত পড়তেই ব্যান্ডেল রেল স্টেশন সংলগ্ন পাকুড়তলা ঝিলে পরিযায়ীদের পাখিদের ভিড় বাড়ছে।বিগত কয়েক বছর ধরে ঠান্ডার মরশুমে পরিযায়ীরা ভিড় জমায় এই ঝিলে। এবারেও তার অন্যথা হল না। কখনও দলবদ্ধ, কখনও আপন মনে পাকুড়তলা ঝিলে সাঁতরে বেড়ায় দেশ-বিদেশের পক্ষীকূল।প্রসঙ্গত,হুইসিলিং ডাক, পারপেল সোয়াম হেন সহ নানাবিধ পাখি এই ঝিলে শীতকালীন আস্তা গাড়ে। তবে এবছর অগুন্তি পাখির মধ্যেই আমাদের ক্যামেরায় একটি পার্পল হেরন অর্থাৎ বেগুনী বক ধরা পরেছে। বিশেষ ধরণের এই বক মূলতঃ আফ্রিকা ছাড়াও, মধ্য এবং দক্ষিণ ইউরোপের পাশাপাশি দক্ষিণ ও পূর্ব এশিয়ায় এই পাখি দেখতে পাওয়া যায়। পরিযায়ীদের নিয়েই এখন মেতে রয়েছেন ওই এলাকার মানুষ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top