ডিমাপুর থেকে দুর্গাপুর যাওয়ার পথে ছয় কুইন্টাল গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪। মনিপুর রাজ্যের ডিমাপুর থেকে দুর্গাপুর যাওয়ার পথে গোপনসূত্রে খবর পেয়ে পঁচিশে জানুয়ারি রাতে সাইথিয়া চারতলা মোড় থেকে টাটা আলটা গাড়ী থেকে ছয় কুইন্টাল পনেরো কেজি গাঁজা উদ্ধার করলো বীরভূম জেলা পুলিশ ।
চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ । ধৃতরা হলো – পাঞ্জাব রাজ্যের চন্দনদ্বীপ সিং,গুরবিন্দর সিং,আসাম রাজ্যের আসিকুল ইসলাম এবং বীরভূম জেলার তাজিমুদ্দিন । গাড়ীর চালক চন্দনদ্বীপ । ছাব্বিশে জানুয়ারি দুপুরে সিউড়ি পুলিশ লাইনে কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলনে বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী বলেন “তিনটি টিম ছিল – ওসি এসওজি,ওসি সাইথিয়া, সিউড়ি থানার একটি টিম যেটা লিড করছিল এসআই রাজকুমার । গাড়ীর ভেতর কার্টুনের নীচে গাঁজা রাখা ছিল ।”
আরও পড়ুন – মধ্যপ্রদেশে পুরসভা নির্বাচনে বিজেপির বড় জয়
উল্লেখ্য, ডিমাপুর থেকে দুর্গাপুর যাওয়ার পথে ছয় কুইন্টাল গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪। মনিপুর রাজ্যের ডিমাপুর থেকে দুর্গাপুর যাওয়ার পথে গোপনসূত্রে খবর পেয়ে পঁচিশে জানুয়ারি রাতে সাইথিয়া চারতলা মোড় থেকে টাটা আলটা গাড়ী থেকে ছয় কুইন্টাল পনেরো কেজি গাঁজা উদ্ধার করলো বীরভূম জেলা পুলিশ । চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
ধৃতরা হলো – পাঞ্জাব রাজ্যের চন্দনদ্বীপ সিং,গুরবিন্দর সিং,আসাম রাজ্যের আসিকুল ইসলাম এবং বীরভূম জেলার তাজিমুদ্দিন । গাড়ীর চালক চন্দনদ্বীপ । ছাব্বিশে জানুয়ারি দুপুরে সিউড়ি পুলিশ লাইনে কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলনে বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী বলেন “তিনটি টিম ছিল – ওসি এসওজি,ওসি সাইথিয়া, সিউড়ি থানার একটি টিম যেটা লিড করছিল এসআই রাজকুমার । গাড়ীর ভেতর কার্টুনের নীচে গাঁজা রাখা ছিল ।”
উল্লেখ্য, ডিমাপুর থেকে দুর্গাপুর যাওয়ার পথে ছয় কুইন্টাল গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪। মনিপুর রাজ্যের ডিমাপুর থেকে দুর্গাপুর যাওয়ার পথে গোপনসূত্রে খবর পেয়ে পঁচিশে জানুয়ারি রাতে সাইথিয়া চারতলা মোড় থেকে টাটা আলটা গাড়ী থেকে ছয় কুইন্টাল পনেরো কেজি গাঁজা উদ্ধার করলো বীরভূম জেলা পুলিশ । চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।