ইডির হাতে গ্রেফতার কুন্তল-ঘনিষ্ঠ শান্তনু বন্দ্যোপাধ্যায় ,আবার গ্রেফতার! হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনুকেও স্কুলের নিয়োগ দুর্নীতি মামলায় ধরল ইডিl নিয়োগ দুর্নীতিতে ইডির হাতে গ্রেফতার হুগলির আরও এক তৃণমূল নেতা। হুগলির জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়কে শুক্রবার দীর্ঘ ক্ষণ জেরা করার পর তাঁকে গ্রেফতার করে ইডি। ইডির হাতে গ্রেফতার হলেন হুগলির তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সিজিও কমপ্লেক্সে টানা সাত ঘণ্টা তাঁকে জেরা করে ইডি। তার পরেই তাঁকে গ্রেফতার করা হয় বলে খবর। তাঁর বয়ানে অসঙ্গতি রয়েছে বলে খবর। এর আগে হুগলির তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষকেও গ্রেফতার করেছে ইডি।
আরও পড়ুন – ঐশ্বর্যাকে মারধরের অভিযোগ! নায়ক থেকে খলনায়ক হয়ে ওঠা সলমনকে বাঁচান সতীশ,
নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার শান্তনু বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, কুন্তল ঘোষ ঘনিষ্ঠ শান্তনু হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ। শুক্রবার শান্তনুকে ইডির দফতরে ডেকে পাঠানো হয়েছিল। ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার করা হয় তাঁকে। শান্তনুর কাছে নিয়োগ দুর্নীতির টাকা যেত বলেই খবর। তাঁর হুগলির বলাগড়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছিল অ্যাডমিট কার্ডও। এদিন জিজ্ঞাসাবাদের সময় তাঁর কথায় বেশ কিছু অসঙ্গতি পান তদন্তকারীরা। এরপরই গ্রেফতারের সিদ্ধান্ত। আয় ও ব্যয়ের হিসাবের অসঙ্গতি রয়েছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে। ইডির হাতে গ্রেফতার কুন্তল-ঘনিষ্ঠ শান্তনু বন্দ্যোপাধ্যায় ,আবার গ্রেফতার! হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনুকেও স্কুলের নিয়োগ দুর্নীতি মামলায় ধরল ইডিl
(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )