ফের বিতর্কিত মন্তব্য মদন মিত্রের, ‘বিজেপি, সিপিএম-কে বাবা ভাবলে ভুল করবেন’, পুলিশকে হুঁশিয়ারি মদনের

ফের বিতর্কিত মন্তব্য মদন মিত্রের, ‘বিজেপি, সিপিএম-কে বাবা ভাবলে ভুল করবেন’, পুলিশকে হুঁশিয়ারি মদনের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ফের বিতর্কিত মন্তব্য মদন মিত্রের, ‘বিজেপি, সিপিএম-কে বাবা ভাবলে ভুল করবেন’, পুলিশকে হুঁশিয়ারি মদনের,প্রকাশ্য মঞ্চে দাঁডি়য়ে কার্যত পুলিশকে হুঁশিয়ারি দিতে শোনা গেল তাঁকে। পুলিশের মধ্যে চর রয়েছে বলে মন্তব্য করলেন। একই সঙ্গে মদনের ঘোষণা, বিজেপি বাংলা গরম করলে, তা কী ভাবে ঠান্ডা করতে হয়, জানা আছে তৃণমূলের। ব্যারাকপুর কমিশনারেটের পুলিশকে সরাসরি হুঁশিয়ারি দেন মদন ,প্রকাশ্য মঞ্চ থেকে পুলিশকে হুঁশিয়ারি দিতে শোনা গেল মদনকে। তাঁর বক্তব্য, “এরা তিনটেই বদমায়েশ, শয়তান, এক বিজেপি, এক কংগ্রেস, আর এক সিপিএম। মনে রাখবেন, এই তিনটেতে বান্ডিলে প্যাক করে কী ভাবে দক্ষিণেশ্বরের গঙ্গায় তর্পণ করাতে হয়, ন্যাড়া করাতে হয়, আমরা তৃণমূলরা জানি। পুলিশকে বলি, আপনারা বোধহয় ভুলে যান, তৃণমূল শাসকদল। ক’দিন আগে পৌরসভার ঠিক আগে ৫০টি মাইক লাগিয়ে সিপিএম মিটিং করল। চোখে পড়ল না আপনাদের! মুখ ঘুরিয়ে উল্টোদিকে হাসছেন!”

 

 

 

আরও পড়ুন –  ভাঙড় নিয়ে বিরক্ত তৃণমূল! আরাবুলদের ডেকে কড়া বার্তা , ভাঙড় নিয়ে কড়া…

 

 

পুলিশের মধ্যে চোর রয়েছে বলেও মন্তব্য করেন মদন। তিনি বলেন, “সব পুলিশ নয়, তবে পুলিশের মধ্যে চোর রয়েছে। এইটুকু জেনে রাখুন শুধু, বিজেপি বাংলার বাজার গরম করলে, কী করে ঠান্ডা করতে হয় বাংলা, তৃণমূলের কাছে তার মন্ত্র রয়েছে। প্রয়োজনে তার প্রয়োগ হবে। ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ জেনে রাখুন, তৃণমূলের কর্মীরা জানেন কী ভাবে চলতে হয়। আর আমরা বাংলা চালাই। সিপিএম-বিজেপি-কে আপনারা বাবা বলে ভাবলেও, ওরা কিন্তু বাবা নয়।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top