প্রয়াত মাধুরী দীক্ষিতের মা স্নেহলতা দীক্ষিত,শোকের ছায়া পরিবারে

প্রয়াত মাধুরী দীক্ষিতের মা স্নেহলতা দীক্ষিত,শোকের ছায়া পরিবারে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

প্রয়াত মাধুরী দীক্ষিতের মা স্নেহলতা দীক্ষিত,শোকের ছায়া পরিবারে, মাতৃবিয়োগ হল মাধুরীর (Madhuri Dixit ),রবিবার সকালেই মাতৃবিয়োগ হল অভিনেত্রী মাধুরী দীক্ষিতের (Madhuri Dixit )। মৃত্যুকালে অভিনেত্রীর মায়ের বয়স হয়েছিল ৯১বছর। গোটা পরিবারে শোকের ছায়া। ১২ মার্চ রবিবার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেত্রীর মা স্নেহলতা দীক্ষিত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। রবিবার বিকাল ৩টে নাগাদ মুম্বইয়ের (Mumbai) ওরলি শ্মশানঘাটে শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর। মাকে হারিয়ে শোকস্তব্ধ মাধুরী (Madhuri Dixit )।

 

 

 

উল্লেখ্য, গত বছর জুন মাসে ধুমধাম করে মায়ের জন্মদিন পালন করেছিলেন মাধুরী। সমাজমাধ্যমে ছবি দিয়ে লিখেছিলেন, ‘‘শুভ জন্মদিন আই। সবাই বলে, একজন মায়ের সেরা বন্ধু তাঁর মেয়ে। আমার কাছে সব থেকে বড় উপহার তুমি। তোমার দীর্ঘায়ু কামনা করি।’’ তবে নতুন বছরের শুরুতেই মাকে হারালেন অভিনেত্রী।

 

আরও পড়ুন –  ভুয়ো সরকারি ওয়েবসাইট তৈরি করে বালি তোলার ছাড়পত্র দেওয়ার অভিযোগ এক যুবকের…

 

মাধুরী দীক্ষিত (Madhuri Dixit ) এবং তাঁর স্বামী শ্রীরাম নেনে একটি যৌথ বিবৃতিতে জানিয়েছেন, ‘‘আমাদের প্রিয় আই, স্নেহলতা দীক্ষিত, আজ সকালে তাঁর প্রিয়জনদের মাঝেই ইহলোক ত্যাগ করেছেন।’’ চার ভাই বোনের মধ্যে মাধুরী কনিষ্ঠ। অভিনেত্রীর কেরিয়ারে প্রথম দিন থেকেই মা স্নেহলতা দেবী ছিলেন তাঁর ছায়াসঙ্গী। শ্যুটিং সেটে সারাক্ষণ মেয়েকে সঙ্গে করেই নিয়ে যেতেন তিনি। পরিবারসূত্রে খবর বার্ধক্যজনিক কারণেই মৃত্যু হয়েছে স্নেহলতার। এই মুহূর্তে ‘আই’-এর প্রয়াণে মাধুরীর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। প্রয়াত মাধুরী দীক্ষিতের মা স্নেহলতা দীক্ষিত,শোকের ছায়া পরিবারে, মাতৃবিয়োগ হল মাধুরীর (Madhuri Dixit ),রবিবার সকালেই মাতৃবিয়োগ হল অভিনেত্রী মাধুরী দীক্ষিতের (Madhuri Dixit )।

 

(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook  পেজ এবং Youtube )

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top