অভিনেতা বনির মা পিয়া সেনগুপ্তের বিরুদ্ধেও এ বার কারচুপির অভিযোগ!

অভিনেতা বনির মা পিয়া সেনগুপ্তের বিরুদ্ধেও এ বার কারচুপির অভিযোগ!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

অভিনেতা বনির মা পিয়া সেনগুপ্তের বিরুদ্ধেও এ বার কারচুপির অভিযোগ! দোলের পরেই অভিনেতা বনি সেনগুপ্তকে (Bony Sengupta ) তলব করে কেন্দ্রীয় এই সংস্থা। নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের  (Kuntal Ghosh) সঙ্গে যোগ রয়েছে বনির (Bony SEngupta)। এমনকি, কুন্তলের (Kuntal Ghosh ) সঙ্গে যোগাযোগ ছিল অভিনেতার মা পিয়া সেনগুপ্তও (Priya Sengputa)। ইম্পা (ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন)-র নির্বাচনে নাকি মুঠো মুঠো টাকা ঢেলেছিলেন কুন্তল। যে ইম্পার সভাপতি অভিনেতা বনি সেনগুপ্তর মা পিয়া সেনগুপ্ত (Priya Sengupta )। এই প্রসঙ্গে নিজের তরফে সাফাই দেন পিয়াও। তবে ছেলের পর আবার আইনি জটিলতায় জড়িয়ে পড়লেন নিজেও। ইম্পা সভাপতির বিরুদ্ধে এ বার হাইকোর্টে গেলেন টলিউডের পরিচালক, প্রযোজকরা। টলিউডের অভিযোগ, ইম্পার নির্বাচনে পিয়া সেনগুপ্তকে সভাপতি করতে মুঠো মুঠো টাকা ঢালেন কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। এ বার পিয়ার বিরুদ্ধে একজোট পরিচালক-প্রযোজকরা।

 

 

 

হল মালিক, পরিবেশক এবং প্রযোজকদের নিয়ে গঠিত সংগঠন ‘ইম্পা’। ২০২১ সালের সেপ্টেম্বরে হয়েছিল এই সংগঠনের নির্বাচন। পিয়াকে নির্বাচনে জেতানোর জন্য কুন্তল নাকি নিজে উপস্থিত হয়েছিলেন, উঠেছে অভিযোগ। শোনা যাচ্ছে, প্রচুর টাকাও খরচ করেছিলেন তিনি। তখন অবশ্য নিয়োগ দুর্নীতি কাণ্ডে কুন্তলের নাম উঠে আসেনি। এখন কুন্তলকে জেরা করতেই উঠে এসেছে বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য। বনি সেনগুপ্তের মা পিয়া সেনগুপ্তের বিরুদ্ধে টলিউডের পরিচালক-প্রযোজকরা। যদিও পিয়ার কথায়, ‘‘গোটাটাই গুজব!’’  ইম্পা (ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন)-র নির্বাচনে নাকি মুঠো মুঠো টাকা ঢেলেছিলেন কুন্তল। যে ইম্পার সভাপতি অভিনেতা বনি সেনগুপ্তর মা পিয়া সেনগুপ্ত (Priya Sengupta )। এই প্রসঙ্গে নিজের তরফে সাফাই দেন পিয়াও। তবে ছেলের পর আবার আইনি জটিলতায় জড়িয়ে পড়লেন নিজেও।

 

আরও পড়ুন – ভাঙড়ে পা রেখেই হুঁশিয়ারি নওশাদ সিদ্দিকীর,পঞ্চায়েতে তৃণমূল শূন্য পাবে

 

 

(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন  Facebook পেজ এবং  Youtube)

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top