দেহব্যবসার অভিযোগে গ্রেফতার বলিউড অভিনেত্রী আরতি মিত্তল,

দেহব্যবসার অভিযোগে গ্রেফতার বলিউড অভিনেত্রী আরতি মিত্তল,

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

দেহব্যবসার অভিযোগে গ্রেফতার বলিউড অভিনেত্রী আরতি মিত্তল, বলিউড অভিনেত্রী কাম কাস্টিং ডিরেক্টর আরতি মিত্তলকে দেহব্যবসার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।রীতিমত ফাঁদ পেতে ২৭ বছর বয়সী আরতিকে গ্রেফতার করে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। তা ছাড়াও মুম্বইয়ের গোরেগাঁও থেকে দু’জন মডেলকে উদ্ধার করে আশ্রমে পাঠানো হয়েছে বলে খবর। ইন্সপেক্টর মনোজ সুতার গোপন সূত্রে জানতে পারেন, আরতি দেহ ব্যবসা চালান। তারপর ‘খদ্দের’ সাজিয়ে নিজের দলের দু’জনকে পাঠান। আরতিকে ফোন করে দু’জন মেয়ের কথা বলেন। আরতি দু’জন মেয়ের ব্যবস্থা করে দেওয়ার কথা দেন। বিনিময়ে ৬০ হাজার টাকা দাবি করেন।

 

 

 

শুধু কাস্টিং ডিরেক্টরই নন, অভিনেত্রী হিসেবেও কাজ করেছেন আরতি। হিন্দি ছোটপর্দায় পরিচিত মুখ তিনি। ‘আপনাপন’-এর মতো ধারাবাহিকে অভিনয় করেছেন। এই ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রাজশ্রী ঠাকুর। ধারাবাহিক ‘পরশুরাম’ কাজ করেছেন আরতি।

 

 

আরও পড়ুন –   চুরি করা ঘরের ছেলে আমি নয়, CBI এর হাতে গ্রেফতার হওয়ার আগে…

 

 

 

মনোজ সুতার বলেন— ‘‘ফোনে কথা বলার পর আরতি আমাকে দু’জন মহিলার ছবি পাঠান। এই দুই মডেল জুহু বা গোরেগাঁওয়ের কোনও হোটেলে যেতে পারবেন বলেও জানান। তারপর আমি দু’জন নকল খদ্দের পাঠাই। আরতি দুই মহিলাকে নিয়ে হাজির হন। তাঁদের হাতে কনডম তুলে দেন। পুরো ঘটনা স্পাই ক্যামেরায় ধরা হয়েছে।’’ এরপর বেশ কিছু হোটেলে অভিযান চালায় ক্রাইম ব্রাঞ্চ। পরে দিনদোশি থানায় যোগাযোগ করে। আরতি মিত্তলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই মডেল জানিয়েছেন, আরতি তাঁদের প্রত্যেককে ১৫ হাজার টাকা দেবেন বলেছিলেন।

 

 

আরও পড়ুন –   ৩ দিন পরই আসছে বৃষ্টি,কোন জেলায়,তারিখ ধরে জানিয়ে দিলেন আবহাওয়াবিদরা

 

(সব খবর , ঠিক খবর ,প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top