নীল বিকিনিতে প্রেমিকের সাথে স্বস্তিকা কন্যা‌ অন্বেষা ,

নীল বিকিনিতে প্রেমিকের সাথে স্বস্তিকা কন্যা‌ অন্বেষা ,

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নীল বিকিনিতে প্রেমিকের সাথে স্বস্তিকা কন্যা‌ অন্বেষা ,বলিউডের মতো টলিউডের স্টার কিডরাও প্রায়ই চর্চায় থাকেন মিডিয়ার পাতায়। সেই চর্চিত স্টার কিডদের মধ্যে অন্যতম স্বস্তিকা কন্যা। সম্প্রতি নিজের প্রেমিকের সাথে ঘনিষ্ঠ ছবি শেয়ার করে নিয়েই মিডিয়ার পাতায় চর্চিত স্বস্তিকা কন্যা অন্বেষা।

 

 

 

এই মুহূর্তে অন্বেষা নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় তিনটি ছবি শেয়ার করে নিয়েছেন। একটি ছবিতে নীল বিকিনিতে আয়নার সামনে দাঁড়িয়েই ছবি তুলতে দেখা গিয়েছে তাকে। সাথে ছিলেন তার প্রেমিক শ্লোক চন্দনও। অন্য ছবিতে একটি পাঁচতারা রেস্তোরাঁর ঝলকও মিলেছে। পাশাপাশি শ্লোকের একটি ছবিও শেয়ার করে নিয়েছেন তিনি। পাশাপাশি ক্যাপশনে লিখেছিলেন, শ্লোকের সাথেই তিনি একটু বেশি সময় কাটান। উল্লেখ্য, কয়েকদিন আগেই শ্লোক ও অন্বেষাকে নিয়ে ডিনারে গিয়েছিলেন অভিনেত্রী। কারণ কলকাতায় থাকেন না অন্বেষা। আর যখন আসেন তখন তিনি মা ও নিজের কাছের মানুষের সাথেই সমস্ত সময় কাটান, যার একাধিক ঝলক রয়েছে সোশ্যাল মিডিয়াতেই।

 

 

 

স্বস্তিকা কন্যা কলকাতায় নিজের স্কুলপর্ব শেষ করে মুম্বাইতে গিয়েই স্নাতকোত্তরের পড়াশোনা করেছেন। আপাতত কাডির্ফে গিয়েছেন নিজের মাস্টার্স ডিগ্রি অর্জন করতে। স্বস্তিকা মুখার্জ্জী (Swastika Mukherjee) চিরকালই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা সকলের মাঝে। অন্বেষাও সেই পথই অনুসরণ করেছেন। সম্প্রতি নিজের প্রেমিকের সাথে খোলামেলা ছবি শেয়ার করেই চর্চায় অভিনেত্রী কন্যা।

 

 

 

আরও পড়ুন –   দেহব্যবসার অভিযোগে গ্রেফতার বলিউড অভিনেত্রী আরতি মিত্তল

 

১৮ বছর বয়সেই প্রমিত সেনের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন স্বস্তিকা মুখার্জ্জী। তাদেরই একমাত্র কন্যা অন্বেষা। নিজের একরত্তি মেয়েকে কোলে নিয়েই সংসার ছেড়েছিলেন অভিনেত্রী। বিচ্ছেদের পর থেকে মেয়েকে নিয়ে একাই থাকেন তিনি। তবে অভিনেত্রী নিজেই সাক্ষাৎকারে জানিয়েছিলেন, অল্পবয়সের বিয়ে নিয়ে তার কোন আফসোস নেই। কারণ সেই বিয়েটা না হলে তিনি তার মেয়েকে নিজের কাছে পেতেন না। আর অন্বেষাকে ছাড়া তিনি হয়তো বাঁচতেই পারতেন না।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top