আগামী সাত দিনের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পত্তির হিসাব চাইলো কলকাতা হাইকোর্ট

বিরোধী জোটের সমর্থনে হাকিম কন্যার মেয়ের হোডিংয়ে নেই অভিষেকের ছবি

আগামী সাত দিনের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পত্তির হিসাব চাইলো কলকাতা হাইকোর্ট। নিয়োগ দুর্নীতি মামলায় এবার তৃনমূলের সর্ব ভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির (Abhishek Banerjee property account) হিসাব চাইল কলকাতা হাইকোর্ট। বুধবার সন্ধেয় অভিষেক নিজেও জানিয়েছেন, তিনিই লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার সিইও। তার পর বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন, লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার চিফ এক্সিকিউটিভ অফিসার তথা সিইও-র সম্পত্তির হিসাব জানাতে হবে আদালতকে। ২১ সেপ্টেম্বরের মধ্যে এ ব্যাপারে ইডিকে রিপোর্ট পেশ করতে হবে আদালতে।

আরও পড়ুনঃ লোকসভা ভোট প্রচারে এবার জি-২০ সফলতাকেই অস্ত্র করতে চাইছে বিজেপি, ইতিমধ্যেই বাংলাতেও পৌঁছিয়েছে নির্দেশ

তবে শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থায় আর যাঁরা ডিরেক্টর রয়েছেন, ইডির কাছে তাঁদের সম্পত্তির হিসাবও জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট।

 

লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থা তৈরি হয়েছিল ২০১২ সালে। ওই সংস্থায় বর্তমানে দুজন ডিরেক্টর হলেন অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ বিচারপতি সিনহা তাঁদের সম্পত্তির খতিয়ানও জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুনঃ লোকসভার আগে দলীয় নেতাকর্মীদের শৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের

উল্লেখ্য,  বুধবার প্রায় নয় ঘন্টা জিজ্ঞাসাবাদ তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।  প্রাথমিকে নিয়োগ দুর্নীতি (Primary Recruitment Scam) মামলায় গতকালের ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কাছে আরও নথি চাইল ED। সূত্রের খবর, অভিষেক ও তাঁর পরিবারের নামে কোথায় কত সম্পত্তি রয়েছে ? জানতে সম্পত্তির খতিয়ান চেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

 

 
তবে এও ঘটনা যে বুধবার ইডি অফিস থেকে বেরোনোর পর অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে। তিনি চ্যালেঞ্জ করে বলেন, নিয়োগ দুর্নীতির ১০ পয়সাও লিপস অ্যান্ড বাউন্ডসে ঢুকে থাকলে তা প্রমাণ করে দেখাক ইডি। অভিষেকের বক্তব্য, এ নিয়ে বহুবার তিনি তাঁর আয় ব্যায়ের হিসাব দিয়েছেন। লিপস অ্যান্ড বাউন্ডসের অ্যাকাউন্টে একই এন্ট্রিকে কখনও কয়লা পাচারের টাকা, কখনও গরু পাচারের টাকা আর কখনও নিয়োগ দুর্নীতির টাকা বলে দেখানোর চেষ্টা হচ্ছে। একই টাকা কী করে তিন খাত থেকে আসতে পারে! কী করে তিন খাত থেকে আসতে পারে!


en.wikipedia.org

en.wikipedia.org