পথকুকুরদের গরম পিচে ফেলে পুড়িয়ে মারার চেষ্টা, গুরুতর জখম ওই পথকুকুরগুলিকে তিনদিন পরে উদ্ধার করে এলাকার এক পশুপ্রেমী সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে। ফের পথকুকুরদের উপর নারকীয় অত্যাচার। চারটি পথকুকুরকে গরম পিচে ফেলে পুড়িয়ে মেরে ফেলার চেষ্টার অভিযোগ। ঘটনাটি ঘটেছে মালদার বৈষ্ণবনগর থানা এলাকায়। অভিযোগের তির একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। সেই ঘটনার প্রতিবাদে এদিন একটি মিছিলের আয়োজন করা হয়েছিল মালদার ইংরেজবাজারে। সেই মিছিল চলাকালীন অপর এক পথকুকুরের উপর অত্যাচারের অভিযোগ আসে। সেই খবর পেয়ে কুকুরটিকে উদ্ধার করতে গেলে পশুপ্রেমী সংগঠনের সদস্যদের উপর হামলা, মারধর ও ক্যামেরা ভাঙচুরের অভিযোগ ওঠে। ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গিয়েছে, চারটি পথকুকুরের উপর নৃশংসার ওই ঘটনাটি ঘটেছিল দিন কয়েক আগে। গরম পিচের মধ্যে ফেলে পথ কুকুরদের ফেলে দেওয়া হয়েছিল। গুরুতর জখম ওই পথকুকুরগুলিকে তিনদিন পরে উদ্ধার করে এলাকার এক পশুপ্রেমী সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে। ওই পথকুকুরগুলির চিকিৎসাও শুরু হয়েছে। এদিকে সারমেয়দের উপর বাড়তে থাকা পাশবিক অত্যাচারের প্রতিবাদ করতে গিয়ে পশুপ্রেমী যুবক-যুবতীদের উপর হামলা করা হয় বলেও অভিযোগ।
আরও পড়ুন – গুরুগম্ভীর আলোচনা চলল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির চেম্বারে।
ঘটনাকে কেন্দ্র করে মালদার ইংরেজবাজারে শোরগোল পড়ে গিয়েছে। পথকুকুরদের উপর এই নৃশংস অত্যাচারের প্রতিবাদে এদিন একটি মিছিলেরও ডাক দেওয়া হয়েছিল এলাকার বিভিন্ন পশুপ্রেমী সংস্থার ব্যানারে। মিছিলে পা মিলিয়েছেন বহু মানুষ। তাঁদের দাবি, পশুদের উপর এই ধরনের অমানবিক অত্যাচার বন্ধ হোক। অভিযুক্তদের যথাযোগ্য শাস্তিরও দাবি তুলেছেন তাঁরা। পশুপ্রেমী সংগঠনের এক সদস্য বলছেন, এলাকায় পথকুকুরদের উপর অত্যাচার দিনের পর দিন বাড়ছে।