জেলা ভাগের সিদ্ধান্ত রাজ্য সরকারের ,দ্রুত কার্যকর হবে সিদ্ধান্ত,

জেলা ভাগের সিদ্ধান্ত রাজ্য সরকারের,দ্রুত কার্যকর হবে সিদ্ধান্ত, নবান্ন সূত্রে খবর, অফিসার না থাকায় এতদিন জেলা ভাগের সিদ্ধান্ত কার্যকর হয়নি। এবার সেই সমস্যা মিটে যাওয়া ফের ভাবনা-চিন্তা শুরু হয়েছে। বছর খানেক আগেই একাধিক নতুন জেলা তৈরির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু নানা কারণে, সেই সিদ্ধান্ত কার্যকর হয়নি। এবার নতুন করে উদ্যোগ নেওয়া হয়েছে। সব ঠিক থাকলে ভেঙে দেওয়া হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, বাঁকুড়া ও নদিয়া জেলাকে। প্রশাসনিক কাজকর্মে মানুষের যাতে সুবিধা হয়, সে কারণেই জেলা ভাগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে ফের এ বিষয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।

 

 

 

 

 

 

 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার ক্ষমতায় আসার পর ভাঙা হয়েছে একাধিক জেলা। বর্ধমান ভেঙে হয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, জলপাইগুড়ি জেলা ভেঙে হয়েছে আলিপুরদুয়ার, পশ্চিম মেদিনীপুরকে ভেঙে হয়েছে ঝাড়গ্রাম, দার্জিলিং ভেঙে কালিম্পং তৈরি করা হয়েছে। নবান্ন সূত্রে খবর, অফিসার না থাকায় এই জেলা ভাগের সিদ্ধান্ত কার্যকর হয়নি। এবার সেই সমস্যা মিটে যাওয়া ফের ভাবনা-চিন্তা শুরু হয়েছে।

 

 

আরও পড়ুন –  আগামী ৩ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৭ জেলায় ভারী বৃষ্টি, জানাল আলিপুর আবহাওয়া…

 

 

 

গত বছরের ১ অগস্ট মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, নতুন সাত জেলা তৈরি হবে। নতুন জেলাগুলির নামও ঘোষণা করেছিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, দক্ষিণ ২৪ পরগনা ভেঙে তৈরি হবে সুন্দরবন। নদিয়া ভেঙে তৈরি হবে রাণাঘাট, বাঁকুড়া ভেঙে বিষ্ণুপুর জেলা তৈরি হবে এছাড়া, মুর্শিদাবাদ ভেঙে হবে আরও দুটি জেলা হবে- কান্দি ও বহরমপুর। উত্তর ২৪ পরগনা ভাঙবে তিনটি জেলায়। জানানো হয়েছিল বনগাঁ ও বাগদা মিলিয়ে নতুন একটি জেলা হবে, যার নাম হবে ইছামতী, আর বসিরহাটও হবে আলাদা জেলা, তবে তার নামকরণ করা হয়নি।