অবিশ্বাস্য! নদীর জলে মধ্যে ক্রিকেট খেলাও কি সম্ভব ? দেখুন,

অবিশ্বাস্য! নদীর জলে মধ্যে ক্রিকেট খেলাও কি সম্ভব ? দেখুন,ক্রিকেট খেলতে কি সব সময় মাঠের প্রয়োজন হয়? ভাবছেন এ আবার কেমন প্রশ্ন! আসলে সম্প্রতি এমন এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা দেখে মনে হবে ক্রিকেটের জন্য মাঠের প্রয়োজন কীসের? ক্রিকেট আমাদের সকলের কাছেই একটা নেশা। তার মধ্য চলছে আইপিএল। ক্রিকেট জ্বরে কাবু সাত থেকে সাতাশি।

 

 

 

 

 

 

 

ভাইরাল ভিডিওতে দেখা যায়, শিশুরা নদীর তীরে ক্রিকেট খেলছে। নদীর তীরে ব্যাট কর্তে দেখা যাচ্ছে ব্যাটসম্যানকে। একই সঙ্গে বোলার পুলের নিচ থেকে দাঁড়িয়ে বোলিং করছেন। নদীতে দুর্দান্ত ফিল্ডিং করছেন বাকি ফিল্ডাররা। ব্যাটসম্যন জলের ওপর দিয়ে বল মারার চেষ্টা করছেন। ভিডিওতে দেখা গেছে ক্রিকেট মাঠ না থাকলে শিশুদের প্রতিভা আটকে নেই। এই ভিডিওটি সত্যিই দেখার মতো।

 

 

 

আরও পড়ুন – শরীরে কুলফি দিয়ে উদ্ভট সাজে নজর কাড়ার আপ্রাণ চেষ্টা যুবকের

 

আরও পড়ুন –  সাক্ষাৎকার নিয়ে সিদ্ধান্ত শাহরুখের, কেন শাহরুখ হঠাৎ এই কঠিন সিদ্ধান্ত নিলেন?

 

 

রাস্তা-ঘাট, থেকে স্টেডিয়ামে শিশুদের ক্রিকেট ভূত সবর্ত্র তাড়া করে বেড়াচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া অনেক ভিডিও দেখেছেন, কিন্তু সম্প্রতি যে ভিডিওটি দেখতে চলেছেন তা আপনাকে অবাক করতে বাধ্য। নদীর উপর ক্রিকেট খেলছে শিশুদের দল। অদ্ভুত শোনাচ্ছে? কিন্তু এটা একেবারেই সত্যি। ভাইরাল হওয়া এই ভিডিওটি দেখে এক কথায় শিশুদের ক্রিকেট উন্মাদনা দেখে খানিক নস্ট্যালজিক হয়ে উঠেছেন নেটিজেনরা।

 

 

(সব খবর ,ঠিক খবর ,প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )