Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 129
তথাগতকে ভুলে ভাস্বরের সাথে নতুন পথ চলা শুরু দেবলীনার? নয়া ছবি

তথাগতকে ভুলে ভাস্বরের সাথে নতুন পথ চলা শুরু দেবলীনার? নয়া ছবি ঘিরে শুরু বিতর্ক

তথাগতকে ভুলে ভাস্বরের সাথে নতুন পথ চলা শুরু দেবলীনার? নয়া ছবি ঘিরে শুরু বিতর্ক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
তথাগতকে ভুলে ভাস্বরের সাথে নতুন পথ চলা শুরু দেবলীনার? নয়া ছবি ঘিরে শুরু বিতর্ক

তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই নেটদুনিয়ায়। কোনও ছবি পোস্ট হতেই তা নিমেষে ভাইরাল হয়ে যায়। তেমনই টলিপাড়ার নতুন জুটি ভাস্বর ও দেবলীনাকে নিয়ে জোর চর্চা শুরু হয়েছে নেটদুনিয়ায়। রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি তুমুল ভাইরাল হয়েছে যেখানে নববধূর রূপে দেখা গিয়েছে দেবলীনাকে।দেবলীনাকে জড়িয়ে ধরে আদুরে ছবি পোস্ট করেছেন তারকা জুটি । এই ছবি দেখে চোখ আটকে গেছে ভক্তদের। আর এরপর থেকেই শুরু জোড়চর্চা।

আরও পড়ুনঃ দুর্গাপুজোর অনুদানকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের জনস্বার্থে মামলা

কিছুদিন আগেই বিচ্ছেদ ঘটেছে দেবলীনা ও তথাগতর সাড়ে সাত বছরের সম্পর্কের। আর তার রেশ কাটতে না কাটতেই নতুন জীবন শুরু করলেন দেবলীনা? টলি পাড়ার জনপ্রিয় অভিনেতা ভাস্বরের সাথে নতুন জীবন শুরু করলেন তারা। ছবি পোস্টের পর সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে এমনই দাবি। টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী ভাস্বর ও দেবলীনার এই ছবি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। লাল হলুদ শাড়িতে দেবলীনা,হাতে শাখা-পলা, গলায় হার, মাথা ভর্তি সিঁদুর, কপালে বড় লাল টিপ চারপাশে চন্দন আঁকা, ঠিক যেন নতুন বউ। দেবলীনার সঙ্গে ম্যাচিং করে হলুদ পাঞ্জাবীতে সেজেছেন ভাস্বর চট্টোপাধ্যায়। ছবির সঙ্গে চমকপ্রদ ক্যাপশনও দিয়েছেন, যেখানে লেখা রয়েছে- ‘Done and Dusted’ অর্থাত্‍ সবটা সেরে ফেললাম। ছবি দেখে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা।

 

ভাস্বর ও দেবলীনা কি তবে নতুন পথচলা শুরু করলেন। রিল নাকি রিয়েল এই ছবি দেখেই রীতিমতো সমালোচনা তুঙ্গে। ভাস্বর ও দেবলীনা দুজনেই তাদের পুরনো সম্পর্ক থেকে বেরিয়ে গিয়েছেম। ভাস্বর যেমন উত্তর কুমারের নাতনি নবমিতার সঙ্গে আইনিভাবে আলাদা হয়েছেন, তেমনই দেবলীনাও তথাগতর সঙ্গে বিচ্ছেদ হয়েছে। তবে কি ভাস্বরের সঙ্গেই নতুন শুরু করছেন দেবলীনা। নাকি এটা কোনও শ্যুটিংয়ের দৃশ্য। তবে এ বিষয়ে স্পিকটি নট দুই তারকা।

 

আলিঙ্গনের এই ছবি দেখে অভিনেত্রী কাঞ্চনা কমেন্টে লিখেছেন-যাক নিশ্চিন্ত হলাম। কিন্তু অন্য একজন নেটিজেন লিখেছেন-আরে ভাদ্র মাসে বিয়ে হয় না, এটা কোনও শ্যুটিংয়েরই দৃশ্য হবে। এই কমেন্ট দেখে মন্তব্য না করে পারেননি অভিনেতা। ভাস্বর পাল্টা লেখেন- সেরা মন্তব্য। তার দেখেই অনেকে মনে করছেন কোনও শ্যুটিংয়ের ছবি এটা। তবে রিল হোক বা রিয়েল, তা সত্যতা জানতে অধীর আগ্রহে বসে রয়েছেন ভক্তরা।

en.wikipedia.org

en.wikipedia.org

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top