ফেসবুকে এবার রাজ্য পুলিশের ডিজির নামে ফেক অ্যাকাউন্ট, তদন্তে পুলিশ

ফেসবুকে এবার রাজ্য পুলিশের ডিজির নামে ফেক অ্যাকাউন্ট, তদন্তে পুলিশ

আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে আসলের সাথে সাথে ফেক অ্যাকাউন্টেরও সংখ্যা বাড়ছে। আর যার জেরে বারংবার সমস্যায় পরতে হচ্ছে সকলকে। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটি কেউ বাদ যাচ্ছে না। আর এবার রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যর নামে এবার ফেসবুকে দেখা গেল ফেক অ্যাকাউন্ট (Manoj Malaviya Fake account)। বিষয়টি মঙ্গলবার রাতে নজরে আসে। তারপর পুলিশ তদন্ত শুরু করে। আপাতত লালবাজারের সাইবার ক্রাইম শাখা এটি খতিয়ে দেখছে। সূত্রের খবর, ইতিমধ্যেই ফেসবুক (Facebook) কর্তৃপক্ষের কাছেও অভিযোগ জানানো হয়েছে। পুলিশের তরফে কে বা কারা এই অ্যাকাউন্টটি খুলেছে তা এডিজি-সিআইডি খতিয়ে দেখছেন।

আরও পড়ুনঃ ডেঙ্গি মোকাবিলায় এবার দেশে আসছে ভ্যাকসিন, রাজ্যে নভেম্বর থেকে শুরু ট্রায়াল

মঙ্গলবার রাতের দিকে মনোজ মালব্যর ছবি দেওয়া একটি প্রোফাইল হঠাত্‍ই নজরে আসে কলকাতা পুলিশের। (Manoj Malaviya Fake account) সেখানে কভার ফটোতে দেখা যাচ্ছে গাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছেন রাজ্য পুলিশের ডিজি এবং প্রোফাইল পিকচারে তাঁর চেয়ারে বসে থাকা একটি ছবি। পাশাপাশি সেই প্রোফাইলে এও লেখা আছে যে, সেখানে কভার ফটোতে দেখা যাচ্ছে গাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছেন রাজ্য পুলিশের ডিজি এবং প্রোফাইল পিকচারে তাঁর চেয়ারে বসে থাকা একটি ছবি। পাশাপাশি সেই প্রোফাইলে এও লেখা আছে যে তিনি সেন্ট জোসেফ কচলিয়া হাইস্কুল এবং ইউনিভার্সিটি অফ এলাহাবাদ থেকে পড়াশোনা করেছেন ও বর্তমানে কলকাতায় থাকেন। সেখানে কভার ফটোতে দেখা যাচ্ছে গাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছেন রাজ্য পুলিশের ডিজি এবং প্রোফাইল পিকচারে তাঁর চেয়ারে বসে থাকা একটি ছবি। পাশাপাশি সেই প্রোফাইলে এও লেখা আছে যে, তিনি সেন্ট জোসেফ কচলিয়া হাইস্কুল এবং ইউনিভার্সিটি অফ এলাহাবাদ থেকে পড়াশোনা করেছেন ও বর্তমানে কলকাতায় থাকেন।

 

প্রোফাইলটি দেখে কারওই বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হওয়ার কথা নয়, যে সেটি ফেক। এরপরই তড়িঘড়ি লালবাজার ঘটনার তদন্ত নামে। তবে এখনও অবধি সরকারিভাবে পুলিশে অভিযোগ দায়ের হয়েছে কিনা তা জানা যায়নি। তবে অভিযুক্তদের শিগগিরই ধরা হবে বলে জানিয়েছেন কলকাতা পুলিশের তদন্তকারী এক অফিসার। বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হওয়ার কথা নয়, যে সেটি ফেক। এরপরই তড়িঘড়ি লালবাজার ঘটনার তদন্ত নামে। তবে এখনও অবধি সরকারিভাবে পুলিশে অভিযোগ দায়ের হয়েছে কিনা তা জানা যায়নি। তবে অভিযুক্তদের শিগগিরই ধরা হবে বলে জানিয়েছেন কলকাতা পুলিশের তদন্তকারী এক অফিসার।

en.wikipedia.org