বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল আপ রাধিকাপুর এক্সপ্রেস৷

বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল আপ রাধিকাপুর এক্সপ্রেস৷ মুর্শিদাবাদের ফরাক্কার বল্লালপুরে একটি লরির সঙ্গে সংঘর্ষের জেরে লাইনচ্যুত হয়ে আগুন ধরে যায় ট্রেনটির ইঞ্জিনে৷ রবিবার রাত দেড়টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে৷ যদিও ট্রেন যাত্রীদের কোনও ক্ষয়ক্ষতি হয়নি৷

জানা গিয়েছে, কলকাতা স্টেশন থেকে রবিবার সন্ধ্যায় রওনা দিয়ে উত্তর দিনাজপুরের রাধিকাপুর যাচ্ছিল এক্সপ্রেস ট্রেনটি৷ রাত ১.২৫ মিনিটে ফরাক্কার বল্লালপুরের ব্রিজের নীচে রেল লাইনের উপরে একটি বালি বোঝাই লরি আচমকাই ট্রেনটির সামনে চলে আসে৷ ট্রেন থামাতে জরুরি ব্রেক কষেন চালক৷ তাসত্ত্বেও লরিটিকে গিয়ে ধাক্কা মারে ট্রেনের ইঞ্জিন৷ সংঘর্ষের জেরে সঙ্গে সঙ্গে ইঞ্জিনে আগুন লেগে যায়৷ লাইন থেকে নেমে যায় ইঞ্জিনের চারটি চাকা৷

তড়িঘিড় ইঞ্জিনটিকে ট্রেন থেকে বিচ্ছিন্ন করে আগুন নেভানো হয়৷ ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন এবং ফরাক্কার থানার বিশাল পুলিশ বাহিনী৷

দুর্ঘটনার জেরে যাত্রীদের মধ্যেও তীব্র আতঙ্ক ছড়ায়৷ ট্রেন যাত্রীদের প্রথমে বল্লালপুর থেকে ফরাক্কা নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকেই গন্তব্যের উদ্দেশ্যে তাঁদের রওনা করার ব্যবস্থা করা হয়৷

রেল সূত্রে দাবি করা হয়েছে, লেভেল ক্রসিংয়ের গেট ভেঙে ওই লরিটি আচমকা রেল লাইনের উপরে এসে পড়ে৷ ফলে চালকেরও কিছু করার ছিল না৷

এই দুর্ঘটনার জেরে ট্রেন চলাচলেও প্রভাব পড়েছে৷ বেশ কয়েকটি ট্রেন বাতিল করার পাশাপাশি অন্য রুট দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে৷ ডাউন মালদহ হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস, আপ নবদ্বীপ ধাম মালদহ টাউন এক্সপ্রেস রামপুরহাট, গুমানি দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে৷ আজিমগঞ্জ জংশন- বারহারওয়া জংশন স্পেশ্যাল প্যাসেঞ্জার ট্রেনটি বাতিল করা হয়েছে৷ কাটওয়া- আজিমগঞ্জ স্পেশ্যাল ট্রেনটি আজিমগঞ্জ জংশন পর্যন্ত যাবে৷