চুরি করে পালাচ্ছিল নাবালক, লুচি-তরকারি খাইয়ে বাড়ি পাঠালেন ব্যবসায়ীরা

চুরি করে পালাচ্ছিল নাবালক, লুচি-তরকারি খাইয়ে বাড়ি পাঠালেন ব্যবসায়ীরা , নাবালক চোরকে (Little boy) পেট ভরে গরম গরম লুচি-তরকারি খাওয়ালেন ব্যবসায়ীরা। এরপর চুরি করা মহাপাপ এই কথা বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিলেন। চোখে জল আনা ছবি দেখা গেল জলপাইগুড়ি শহরে।

 

 

জলপাইগুড়ির দিনবাজার সংলগ্ন বেগুন্টারি মোড় এলাকায় প্রতিদিনের মতো সোমবার সকালে দোকান খুলেছিলেন কাপড় ব্যবসায়ী গোপাল দাস। দোকান সাফসুতরো করে ধূপ জ্বালিয়ে এক কাপ চা খেতে দোকান ফেলে পাশের চায়ের দোকানে গিয়েছিলেন। সেই সুযোগে দোকানে ঢোকে এক নাবালক। ক্যাশ বাক্স থেকে টাকা নিয়ে দৌড়ে পালায় সে। দোকান থেকে একটি বাচ্চা দৌড়ে বের হচ্ছে, এই দৃশ্য দেখে ফেলেন স্থানীয় ব্যবসায়ীরা। এরপর সকলে মিলে বেশ অনেকদূর দৌড়ে গিয়ে তাকে ধরে আনে। তার পকেট থেকে বার করা হয় ক্যাশ বাক্সের সমস্ত টাকা।

 

 

আরও পড়ুন – আট বছর ধরে ধর্ষণ করছেন কাকা ও তাঁর ছেলেরা,অবশেষে গ্রেফতার মধ্যবয়সি-সহ দুই

গোপালবাবু জানান, বাচ্চাটির কাছ থেকে তারা জানতে চান কেন সে চুরি করেছে। উত্তরে সে জানায়, পেট ভরে খেতে পায় না। তাই চুরি করেছে। বিষয়টি শোনার পর খুবই খারাপ লাগে। এরপর তারা সকলে মিলে তাকে হোটেলে নিয়ে গিয়ে গরম লুচি-তরকারি খাইয়ে বাড়ি পাঠিয়ে দেয়। গোপালবাবু বলেন, “এই বাচ্চাটির এখন পড়াশোনা, খেলাধুলো করার বয়স। কিন্তু প্রতিকূল পরিস্থিতির চাপে পড়ে এইসব বাজে কাজের মধ্যে জড়িয়ে গিয়েছে।”
ব্যবসায়ী সুরেন্দ্র মণ্ডল বলেন, “আমরা তাকে কিছুক্ষণ বসিয়ে খাবার খাইয়েছি। হাজার হোক ছোট শিশু। ভুল করে ফেলেছে। ওকে বোঝানো হয়েছে। তবে এদের সঙ্গে গ্যাং থাকে। আমরা বাচ্চাটিকে পুলিশে না দিয়ে ছেড়ে দিলাম।” চুরি করা মহাপাপ এই কথা বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিলেন। চোখে জল আনা ছবি দেখা গেল জলপাইগুড়ি শহরে।

(সো খবর, ঠিক খবর, প্রত্যেক মুহূর্তে ফলো করুন facebook পেজ এবং youtube )